Indian Super League: চলতি মরসুমে আইএসএল আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। এখনও বাণিজ্যিক সহযোগী পাওয়া যায়নি। এই পরিস্থিতিতেও বড় স্বপ্ন দেখাচ্ছেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।
KNOW
Indian Super League Roadmap: ভবিষ্যতে ইউরোপের সেরা ফুটবল লিগগুলির ধাঁচে হবে ইন্ডিয়ান সুপার লিগ! চলতি মরসুমে যে লিগ হবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছিল, সেই লিগের ভবিষ্যৎ নিয়েই বড় স্বপ্ন দেখাচ্ছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর দাবি, ‘বিশ্বের সেরা লিগগুলি দেখে আমরা তৈরি হয়েছি। ভারতের সেরা দুই ফুটবল লিগকে বিশ্বের সেরা লিগগুলির ধাঁচে চালানোর চেষ্টা করছি। আগামী ২১ বছর ভারতের সেরা দুই লিগ কীভাবে চলবে, সেই পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ভারতের সেরা দুই ফুটবল লিগ কীভাবে চালানো হবে, প্রশাসনিক ব্যবস্থা কী হবে, প্রচার কীভাবে হবে এবং কীভাবে উন্নতি করা হবে, সেই পরিকল্পনা করা হচ্ছে।’
ভবিষ্যতে কীভাবে চলবে আইএসএল?
কল্যাণ জানিয়েছেন, আইএসএল-এর পাশাপাশি আই লিগও (I-League) উন্নত ধাঁচে চালানো হবে। এই দুই লিগ চালানোর জন্য গভর্নিং কাউন্সিল তৈরি করা হবে। এই গভর্নিং কাউন্সিল আর্থিক বিষয়, দীর্ঘমেয়াদী কৌশল এবং নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হতে পারে। এই কমিটি লিগের প্রতিদিনের কার্যকলাপ দেখভাল করবে এবং লিগ যাতে পুরো মরসুম জুড়ে ভালোভাবে চলে, তা দেখবে। গভর্নিং কাউন্সিলে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, এআইএফএফ-এর পদাধিকারী, বাণিজ্যিক সহযোগী এবং স্বার্থের সংঘাত ছাড়া নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিরা থাকবেন। প্রতি বছরে অন্তত একবার গভর্নিং কাউন্সিলের বৈঠক হবে। লিগ শুরু হওয়ার আগে বৈঠক হতে পারে। ম্যানেজমেন্ট কমিটির মাথায় থাকবেন এআইএফএফ সচিব। নিয়মিত এই কমিটির বৈঠক হবে।
ভারতীয় ফুটবলের উন্নতি হবে?
১৯৯৬ সালে যখন ভারতের জাতীয় লিগ (Indian National Football League) চালু করা হয়, সেই সময়ও অনেক স্বপ্ন দেখিয়েছিল এআইএফএফ। কিন্তু গত তিন দশকে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হয়নি। ফলে এবার কী হবে, সে বিষয়ে অনেকেই সন্দিহান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


