
Indian Super League: প্রত্যেকটি দল আইএসএল খেলতে নামছে। লিখিতভাবে ইতিমধ্যেই এই কথা ফেডারেশনকে জানিয়ে দিয়েছে তারা (indian super league 2026)। ফলে, ১৪টি দল নিয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ তথা মেগা আইএসএল আয়োজিত হতে চলেছে (indian super league news)।
এবার ক্লাবগুলি জানিয়ে দিল তাদের হোম ভেন্যুর কথাও। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনকেই হোম গ্রাউন্ড হিসেবে দেখিয়েছে। মহামেডান স্পোর্টিং আবার কিশোর ভারতী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে দেখিয়েছে। গতবারও মহামেডান কিশোরভারতীতেই সমস্ত হোম ম্যাচ খেলেছিল।
অন্যদিকে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা নতুন দল ইন্টার কাশী এখনও আইএসএলে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে কোনও মাঠকে দেখায়নি। প্রথমে শোনা যাচ্ছিল, ইন্টার কাশী কল্যাণী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নেবে।
তবে জানা যাচ্ছে, তারা ফেডারেশনকে জানিয়ে দিয়েছে যে, যেহেতু সুইস মডেলে খেলা হবে, তাই এআইএফএফ যেখানে তাদের খেলতে বলবে, তারা সেখানেই খেলবে। পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লী তাদের হোম ভেন্যু হিসেবে দেখিয়েছে দিল্লীর জওহরলাল নেহরু স্টেডিয়ামকে। স্পোর্টিং ক্লাব দিল্লী হল নতুন নাম। এই দলটি আদতে গত মরশুম পর্যন্ত, হায়দ্রাবাদ এফসি নামে খেলছিল।
এই মরশুম থেকে দলটির নামে পরিবর্তন এসেছে। তাছাড়া এবার দিল্লী থেকে খেলবে তারা। সূত্রের খবর, আপাতত সম্মতি পাওয়ার পর ২-১ দিনের মধ্যেই ফরম্যাট এবং সূচি প্রকাশ করবে ফেডারেশন। কারণ, ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবে।
ফলে, দলগুলিকে প্রস্তুতির জন্যও সময় দিতে হবে। সেইদিক দিয়ে দেখতে গেলে, দ্রুত সূচি ঘোষণা করাটা খুবই জরুরি বিষয়। সেইসঙ্গে, এএফসি-র কাছেও চিঠি লিখে স্লটের বিষয়টি নিয়ে বিশদে জানতে চাইবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
তবে তার আগেই এবার ক্লাবগুলি তাদের হোম গ্রাউন্ডের বিষয়ে এআইএফএফকে জানিয়ে দিয়েছে। সোমবার দুপুরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হত ক্লাবগুলিকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।