এসআইআর শুনানিতে মোহনবাগানের কিংবদন্তি কর্তা স্বপনসাধন বসুকে তলব নির্বাচন কমিশনের

Published : Jan 13, 2026, 01:30 PM IST
Swapan Sadhan Bose

সংক্ষিপ্ত

SIR Hearing: পশ্চিমবঙ্গে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। গত ২৭ ডিসেম্বর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের তথ্যে অসঙ্গতি রয়েছ, তাঁদের নোটিস পাঠাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

DID YOU KNOW ?
মোহনবাগান কর্তা টুটু বসু
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু সারা বাংলায় টুটু বসু নামেই পরিচিত।

Swapan Sadhan Bose: এসআইআর শুনানিতে (SIR Hearing) ডাক পেলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan Athletic Club) কিংবদন্তি কর্তা স্বপন সাধন বসু। তাঁর পরিবারের সদস্যদেরও নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। তাঁদের ১৯ জানুয়ারি শুনানিতে হাজির হতে বলা হয়েছে। মোহনবাগানের কর্তা হিসেবেই সারা বাংলায় পরিচিত এই প্রবীণ ব্যক্তিত্ব। তিনি অবশ্য টুটু বসু নামেই বেশি পরিচিত। তাঁর অন্য পরিচয়ও আছে। তিনি রাজ্যসভার (Rajya Sabha) প্রাক্তন সাংসদ এবং শিল্পপতি। ফলে গড়ের মাঠ ছাড়াও রাজনীতি ও ব্যবসায়িক মহলে তাঁর পরিচিতি আছে। কিন্তু নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অসঙ্গতি রয়েছে। এই কারণেই তাঁকে সপরিবারের এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে। তবে টুটু বসু হাজিরা দিতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ, তিনি গত কয়েক বছর ধরে হুইলচেয়ার ছাড়া কোথাও যেতে পারেন না। বয়সজনিত অসুস্থতার কারণে তাঁর পক্ষে হাঁটা সম্ভব নয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাঁর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আনতে পারেন।

সরব কুণাল ঘোষ

টুটু বসু এসআইআর শুনানিতে ডাক পাওয়ায় সরব তৃণমূল কংগ্রেস (AITC) নেতা ও মোহনবাগান কর্তা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'বাংলার একাধিক বিশিষ্টকে এসআইআর নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালি উদ্যোগপতি টুটু বোসকে ( স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। ১৯ জানুয়ারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালি আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।'

 

 

খেলোয়াড়দেরও তলব নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami), বাংলার প্রাক্তন অধিনায়ক ও কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। এবার টুটু বসুও একই নোটিস পেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৭
২৭ ডিসেম্বর শুরু হয়েছে এসআইআর শুনানি।
২৭ ডিসেম্বর শুরু হওয়ার পর এখনও চলছে এসআইআর শুনানি। বিখ্যাত ব্যক্তিদেরও নোটিস পাঠানে হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

প্রস্তাব পেলে কোচ হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরবেন, বার্তা ওয়েন রুনির
স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরেই ছাঁটাই রিয়াল মাদ্রিদের কোচ