
Wayne Rooney: প্রাক্তন সতীর্থ মাইকেল ক্যারিকের (Michael Carrick) সহকারী কোচ হিসেবে কি ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ফিরবেন ওয়েন রুনি? এই প্রাক্তন স্ট্রাইকার নিজেই সেই সম্ভাবনা উস্কে দিয়েছেন। ইংল্যান্ডের (England) ফুটবল মহলে শোনা যাচ্ছে, ক্যারিককে চলতি মরসুমের বাকি সময়ের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে রেখে দেওয়া হবে। এই পরিস্থিতিতে প্রাক্তন সতীর্থর কোচিং স্টাফের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রুনি। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রাক্তন ফুটবলার বলেছেন, তাঁকে যদি ক্যারিকের সহকারী হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়, তাহলে তাঁর সেই দায়িত্ব নিতে কোনও সমস্যা হবে না। প্রাক্তন সতীর্থর সহকারী হতে হলে তিনি অপমানিত বোধ করবেন না। যদিও ম্যান ইউ ম্যানেজমেন্ট রুনিকে এই দায়িত্ব দেবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
গত ১২-১৩ বছর ধরে সাফল্য পাচ্ছে না ম্যান ইউ। চলতি মরসুমেও ট্রফিহীন থাকছে এই ক্লাব। নিজের পুরনো দলের এই বিপর্যয়ে হতাশ রুনি। এই কারণেই তিনি দায়িত্ব নিতে চাইছেন। এই তারকা বলেছেন, ‘আমি অবশ্যই দায়িত্ব নেব। আমার কোনও মানসিক সমস্যা হবে না। আমি কাজ পাওয়ার জন্য দরবার করছি না। কিন্তু আমাকে যদি প্রস্তাব দেওয়া হয়, তাহলে অবশ্যই সাহায্য করব। ম্যানেজার হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাইকেল (ক্যারিক), ড্যারেন ফ্লেচার (Darren Fletcher), জন ও’শিয়া (John O’Shea) বা আমাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। যারা ফুটবল ক্লাবের বিষয়ে জানে, তাদেরই দরকার। ক্লাবের পরিচয়ই হারিয়ে গিয়েছে। অতীতে ক্লাবকে যেমন নিজের পরিবার মনে হত, সেই অনুভূতি এখন আর নেই। এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আসল পরিচয় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।'
ম্যান ইউ ম্যানেজমেন্ট যদি ক্যারিককেই আপাতত ম্যানেজার হিসেবে রেখে দেয়, তাহলে তাঁর সতীর্থ হিসেবে রুনিকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা কম। এখন যাঁরা কোচিং স্টাফে আছেন, তাঁদেরই রেখে দেওয়া হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।