পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সহজ জয়, সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

Published : Feb 22, 2025, 07:31 PM ISTUpdated : Feb 22, 2025, 07:42 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

এবারের আইএসএল-এর শুরুটা খুব খারাপ করেছিল ইস্টবেঙ্গল। প্রথম ৬ ম্যাচে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। সেই ১৮ পয়েন্টের ঘাটতি পূরণ করা অত্যন্ত কঠিন।

শনিবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি-কে ৩-১ হারিয়ে চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকায় ১০ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ২১ ম্যাচ খেলে লাল-হলুদ ব্রিগেডের পয়েন্ট ২৪। কেরালা ব্লাস্টার্স ২০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। চেন্নাইয়িন এফসি ২১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেলেও, গোলপার্থক্যে কেরালা ব্লাস্টার্সের চেয়ে পিছিয়ে থাকায় ৯ নম্বরে। পাঞ্জাব এফসি-ও ২১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের চেয়ে পিছিয়ে থাকায় ১১ নম্বরে পাঞ্জাব। মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, জামশেদপুর এফসি ও বেঙ্গালুরু এফসি সুপার সিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলেছে। নর্থইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসি যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। ফলে ইস্টবেঙ্গলের সম্ভাবনা ক্ষীণ। তবে শেষ তিন ম্যাচ জিতে লড়াইয়ে থাকতে চাইছেন সল ক্রেসপোরা।

অ্যাওয়ে ম্যাচে সহজ জয় ইস্টবেঙ্গলের

এদিন ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। ১৫ মিনিটে গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসের বাঁ পায়ের জোরালো শট পাঞ্জাবের গোলকিপার রবি কুমারের হাত-পায়ের ফাঁক দিয়ে গলে জালে জড়িয়ে যায়। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল পেতে পারত ইস্টবেঙ্গল। রাফায়েল মেসি বৌলির ক্রস থেকে দিয়ামান্তাকসের ফ্লিক পোস্টে লেগে ফিরে আসে। সেই বলে বিষ্ণু পি ভি-র শট বারের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে মেসির মাইনাস থেকে ডান পায়ে শট নেন বিষ্ণু। সেই শট পাঞ্জাবের ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে। এরপর বাঁ পায়ের পুশে জালে বল জড়িয়ে দেন নাওরেম মহেশ সিং। ৫৪ মিনিটে বক্সের মধ্যে থেকে লালচুংনুঙ্গার ডান পায়ের জোরালো শট জালে জড়িয়ে যায়। ৬২ মিনিটে লাল-হলুদ রক্ষণের ভুলে বল পেয়ে জোরালো শটে ব্যবধান কমান ইজেকুয়েল ভিডাল।

নজর কাড়ছেন মেসি

ক্যামেরুনের উইঙ্গার মেসি প্রতি ম্যাচেই অসাধারণ ফুটবল খেলছেন। উচ্চতা, ড্রিবলিং, বল ধরে রাখার ক্ষমতা তাঁর প্রধান অস্ত্র। লেফট উইং থেকে একের পর এক দুর্দান্ত বল রাখছেন মেসি। তিনিই এখন লাল-হলুদের প্রাণভোমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কে জিতবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ? আগাম জানিয়ে দিল এআই সুপারকম্পিউটার

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে মহিলা ফুটবলারকে চুম্বন, স্পেনের ফুটবল ফেডারেশনের কর্তার জরিমানা

যুবভারতী মাতালেন মেসি, মহামেডান স্পোর্টিংকে উড়িয়ে নতুন আশায় ইস্টবেঙ্গল

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?