UEFA Champions League: প্রি-কোয়ার্টারেই হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বি, বার্সেলোনা কার মুখোমুখি?

শুক্রবার, চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ড্র হয়েছে। 

সামনে চলে এল চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি। আর রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলিটিকো মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে। 

শুক্রবার, চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ড্র হয়েছে। সেখানেই মুখোমুখি হতে চলেছে মাদ্রিদের দুই ক্লাব। যদিও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা এবং আর্সেনাল। এদিকে ম্যাঞ্চেস্টার সিটিকে প্লে-অফে ৬-৩ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল। 

Latest Videos

অন্যদিকে, অ্যাটলিটিকো প্রথম আটে থাকা দল হিসেবে সরাসরি প্রি-কোয়ার্টারে খেলতে নামবে। ওদিকে বায়ার্ন মিউনিখ খেলবে তাদের দেশেরই ক্লাব লেভারকুসেনের বিরুদ্ধে। 

অবশ্য গত বছর এই লেভারকুসেনের কাছেই ঘরোয়া লিগে পরাজিত হয়েছিল বায়ার্ন। এমনকি, এবারের ঘরোয়া লিগেও লেভারকুসেন আট পয়েন্টে এগিয়ে রয়েছে। অপরদিকে, লিভারপুল খেলবে পিএসজি বিরুদ্ধে। ওদিকে তারা গ্রুপ পর্বে সবার উপরে শেষ করেছিল। পিএসজি খেলতে নামবে ব্রেস্টকে ১০-০ গোলে হারিয়ে। 

পাঁচবারের বিজয়ী বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বেনফিকার। গ্রুপ পর্বে আবার বেনফিকাকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল হান্সি ফ্লিকের দল। 

আর্সেনাল খেলতে নামবে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন দল পিএসভি আইন্দোভোনের বিপক্ষে। এদিকে অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুজের বিরুদ্ধে। উল্লেখ্য, গ্রুপ পর্বে ব্রুজের কাছে হেরেছিল তারা। ডর্টমুন্ড খেলবে লিলের বিরুদ্ধে। ফেইনুর্ডের মুখোমুখি হবে ইন্টার মিলান। 

প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব ৪-৫ মার্চ এবং দ্বিতীয় পর্ব ১১-১২ মার্চ অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল খেলা হবে ৮-৯ এপ্রিল এবং ১৫-১৬ এপ্রিল। সেমিফাইনাল হবে ২৯-৩০ এপ্রিল এবং ৬-৭ মে। আর সবশেষে ফাইনাল আগামী ৩১ মে, মিউনিখে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari