ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে বিশ্রী হার, আইএসএল-এ সুপার সিক্সের স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

Published : Feb 08, 2025, 10:23 PM ISTUpdated : Feb 08, 2025, 10:56 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

আইএসএল-এ যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। এবারও লাল-হলুদ ব্রিগেডের সুপার সিক্সে খেলা হচ্ছে না।

এবারের আইএসএল-এ সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা কার্যত ছিল না। তবে শেষপর্যন্ত লড়াইয়ে থাকার আশায় ছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। কিন্তু সুপার সিক্সের লড়াইয়ে থাকতে হলে দলকে তো জিততে হবে। বর্তমান ইস্টবেঙ্গল দল ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারে না। শনিবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে যেভাবে আত্মসমর্পণ করলেন সল ক্রেসপো, নাওরেম মহেশ সিংরা, তারপর আর সুপার সিক্সের আশা করা চলে না। এই ম্যাচের পর সরকারিভাবে বলে দেওয়া যায়, সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। বাকি ম্যাচগুলি শুধু নিয়মরক্ষার জন্য খেলতে হবে। লিগ টেবলে মহামেডান স্পোর্টিং ক্লাব ও হায়দরাবাদ এফসি-র উপরে থাকতে পারলেই যথেষ্ট।

ডোবালেন নিশু কুমার

এদিন প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন অস্কার। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরেন ক্রেসপো ও মহম্মদ রাকিপ। হেক্টর ইয়ুস্তেও প্রথম একাদশে ছিলেন। ম্যাচের শুরু থেকেই লাল-হলুদ রক্ষণ চাপে ছিল। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন নিশু। তিনি বল ছেড়ে দিলে লালচুংনুঙ্গা সহজেই বিপদমুক্ত করতে পারতেন। কিন্তু নিজে বল বিপদমুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন লাল-হলুদের লেফট ব্যাক। ২১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের ক্ষেত্রেও দায় এড়াতে পারবেন না নিশু। তিনি নিজের জায়গায় ছিলেন না। সহজেই গোল করে যান উইলমার জর্ডন গিল। এরপর দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে তৃতীয় গোল করেন ড্যানিয়েল চিমা চুকু। ম্যাচের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। ফলে শেষ কয়েক মিনিট ১০ জনে খেলে ইস্টবেঙ্গল

কবে সাফল্য পাবে ইস্টবেঙ্গল?

চলতি মরসুমে একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটে জেরবার ইস্টবেঙ্গল। দলের দুই স্ট্রাইকার ক্লেইটন সিলভা ও দিমিত্রিওস দিয়ামান্তাকস প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না। রক্ষণ, মাঝমাঠেও ধারাবাহিকতার অভাব রয়েছে। এই কারণেই সাফল্য পাচ্ছে না ইস্টবেঙ্গল। আগামী মরসুমে সাফল্য পেতে হলে এখন থেকেই পরিকল্পনা করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েও লাভ হল না, এআইএফএফ-এর সিদ্ধান্তে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

গোলের সুযোগ নষ্ট করে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র, আইএসএল-এ এগারোর গেরো কাটাল ইস্টবেঙ্গল

ফের রেফারিং-বিতর্ক, ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?