শনিবার আইএসএল-এ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ, ইস্টবেঙ্গল রক্ষণে চমক

চলতি আইএসএল-এ এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। এমনকী, পয়েন্টও পায়নি অস্কার ব্রুজোঁর দল। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরম্যান্স দেখানোর পর এবার আইএসএল-এও জয়ের খোঁজে ইস্টবেঙ্গল।

Soumya Gangully | Published : Nov 8, 2024 5:49 PM / Updated: Nov 08 2024, 06:40 PM IST
112
ভুটানে হারের খরা কাটিয়েছেন, এবার আইএসএল-এ প্রথম জয়ের লক্ষ্যে অস্কার ব্রুজোঁ

ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত আইএসএল-এ জয় পাননি অস্কার ব্রুজোঁ। শনিবার প্রথম জয়ের লক্ষ্যে লাল-হলুদ কোচ।

212
শনিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সম্পূর্ণ ভারতীয় রক্ষণ নিয়ে খেলতে পারে ইস্টবেঙ্গল

চোটের জন্য নেই হেক্টর ইয়ুস্তে। পারফরম্যান্সের কারণে বাদ পড়তে পারেন হিজাজি মাহের। ফলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ভারতীয় ডিফেন্ডারদের নিয়ে দল গড়তে পারেন অস্কার ব্রুজোঁ।

312
অস্কার ব্রুজোঁর কোচিংয়ে ফর্ম ফিরে পাচ্ছেন ইস্টবেঙ্গলের উইঙ্গার নাওরেম মহেশ সিং

চলতি মরসুমের শুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না নাওরেম মহেশ সিং। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই উইঙ্গার।

412
শনিবার গোলের জন্য দিমিত্রিওস দিয়ামান্তাকসের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ লিগে গোল পেয়েছেন ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। শনিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধেও গোল করে দলকে জেতাতে চান দিমিত্রিওস।

512
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল রক্ষণের ভরসা আনোয়ার আলি

বসুন্ধরা কিংস, নেজমে এসসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিয়েছেন আনোয়ার আলি। মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধেও তিনিই দলের অন্যতম ভরসা।

612
সেন্ট্রাল ডিফেন্ডার পজিশন থেকে এখন উইং ব্যাকে পরিণত হয়েছন লালচুংনুঙ্গা

লালচুংনুঙ্গাকে রাইট ব্যাক বা লেফট ব্যাক হিসেবে ব্যবহার করছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। শনিবারও এই ভূমিকায় দেখা যেতে পারে লালচুংনুঙ্গাকে।

712
রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেও ইস্টবেঙ্গলকে জেতাতে চান আনোয়ার আলি

এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে গোল করেছিলেন আনোয়ার আলি। আরও গোল করাই এই ডিফেন্ডারের লক্ষ্য।

812
জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল দলে একাধিক বদল আনতে চলেছেন অস্কার ব্রুজোঁ

ক্লেইটন সিলভা ও হিজাজি মাহেরের পারফরম্যান্সে খুশি নন অস্কার ব্রুজোঁ। তিনি এই দুই বিদেশি ফুটবলারের পরিবর্তে অন্য ফুটবলারদের দলে নিতে চাইছেন।

912
শনিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয় পেলে চলতি আইএসএল-এ প্রথম পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল

এবারের আইএসএল-এ প্রথম ৬ ম্যাচেই হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। একমাত্র ইস্টবেঙ্গলই এখনও পয়েন্ট পায়নি।

1012
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন ডেভিড লাললানসাঙ্গা?

গত মরসুমে মহামেডান স্পোর্টিংয়ে ছিলেন ডেভিড লাললানসাঙ্গা। শনিবার তিনি পুরনো দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন।

1112
মহামেডান স্পোর্টিংয়ের আক্রমণ রোখার জন্য রক্ষণে বাড়তি নজর ইস্টবেঙ্গলের

শনিবার ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার আলির সঙ্গে খেলতে পারেন জিকসন সিং। তাঁর উপর ভরসা রাখছেন অস্কার ব্রুজোঁ।

1212
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই হিজাজি মাহেরকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল

চলতি মরসুমের আগে হিজাজি মাহেরর সঙ্গে নতুন করে ২ বছরের চুক্তি করতে পারে ইস্টবেঙ্গল। কিন্তু জানুয়ারিতেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos