East Bengal: নতুন করে ৩ মরসুমের চুক্তি, ২০২৭ পর্যন্ত ইস্টবেঙ্গলে মহেশ

Published : Sep 23, 2023, 08:28 PM ISTUpdated : Sep 23, 2023, 09:10 PM IST
Naorem Mahesh Singh

সংক্ষিপ্ত

গত মরসুম থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ইস্টবেঙ্গলের উইঙ্গার নাওরেম মহেশ সিং। তাঁর কাছে অন্য ক্লাবের প্রস্তাব ছিল। তবে লাল-হলুদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন মহেশ।

ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুম থেকেই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে সবচেয়ে প্রিয় ভারতীয় ফুটবলার নাওরেম মহেশ সিং। এই উইঙ্গারকে দীর্ঘ সময়ের জন্য দলে রাখার দাবি জানাচ্ছিলেন সদস্য-সমর্থকরা। এবারের আইএসএল-এ লাল-হলুদের প্রথম ম্যাচের ঠিক আগে মহেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কথা ঘোষণা করল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই উইঙ্গারের সঙ্গে নতুন করে ৩ মরসুমের চুক্তি হয়েছে। ২০২৭ পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকছেন মহেশ। ক্লাবের এই ঘোষণায় লাল-হলুদ জনতা খুশি। সবারই আশা, আরও ভালো পারফরম্যান্স দেখাবেন মহেশ। এখনও পর্যন্ত আইএসএল-এ লাল-হলুদের ফল ভালো হয়নি। এবার দল শক্তিশালী হওয়ায় ভালো ফলের আশায় সদস্য-সমর্থকরা। 

মহেশের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামির কর্তা সন্দীপ আগরওয়াল বলেছেন, 'লাল-হলুদ ব্রিগেডে যোগ দেওয়ার পর থেকেই ম্যাচ উইনার হয়ে উঠেছ মহেশ। ও শুধু প্রতিদিন উন্নতিই করছে না, দলের তরুণদের কাছে অনুপ্রেরণাও হয়ে উঠেছে। যে তরুণ ফুটবলাররা অন্য উচ্চতায় পৌঁছতে চায়, তারা মহেশকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। মহেশ এখনও পর্যন্ত যে সাফল্য অর্জন করেছে, তাতে আমরা গর্বিত। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। সমর্থকরা ওকে ভালোবাসে। আমাদের ছেলেকে ধরে রাখতে পেরে আমরা খুশি।'

লাল-হলুদের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, 'মহেশের সঙ্গে চুক্তি বৃদ্ধি ইস্টবেঙ্গলের জন্য দারুণ খবর। ক্লাব যে মানসিকতা নিয়ে চলতে চায়, মহেশ তার সঙ্গে মানানসই। এই তরুণ আক্রমণাত্মক ফুটবলার ভারতের জাতীয় দলের হয়ে ভালো খেলছে দেখে আমরা সম্মানিত বোধ করছি। ও ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। ও ইস্টবেঙ্গলের আদর্শ ও মূল্যবোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।'

ইস্টবেঙ্গলের হয়ে এখনও পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলেছেন মহেশ। এই উইঙ্গার লাল-হলুদের হয়ে ৮টি গোল করেছেন এবং ৭টি গোলের ক্ষেত্রে সতীর্থদের সাহায্য করেছেন। ইস্টবেঙ্গলের লেফট উইংয়ের ভরসা হয়ে উঠেছেন মহেশ। ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করার পর এই উইঙ্গার বলেছেন, 'আমার কাছে ইস্টবেঙ্গল শুধু একটি ক্লাব নয়, পরিবারের মতো। আমি এই মহান ক্লাবের হয়ে আইএসএল-এ খেলা শুরু করেছি। আমি এই ক্লাবের হয়েই খেলে যেতে চাই। নতুন করে চুক্তি করার জন্য আমি ম্যানেজমেন্ট ও কোচের কাছে কৃতজ্ঞ। তাঁরা আমাকে দলের গুরুত্বপূর্ণ অঙ্গ মনে করছেন। আমাকে আরও ভালো ফুটবলার হয়ে উঠতে সাহায্য করার জন্য সতীর্থ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।'

আরও পড়ুন-

Indian Super League: বেঙ্গালুরু এফসি-র ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ কেরালা ব্লাস্টার্সের

Lionel Messi: রবিবার অরল্যান্ডো সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন মেসি? কী জানালেন তাতা মার্টিনো?

Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?