
Indian Super League: সুপ্রিম কোর্টে এবার শুনানি আগামী ২২ অগাস্ট। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মোট এগারোটি ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানায় যে, আইএসএল-এর এই অচলাবস্থার বিষয়টি যেন সুপ্রিম কোর্টের নজরে আনা হয় (indian super league supreme court)।
যদিও ফেডারেশন প্রাথমিকভাবে ক্লাবগুলিকে সুপ্রিম কোর্টে শুনানির প্রতিশ্রুতি দিলেও পরবর্তী পর্যায়ে কিছুটা সরে আসে। তবে সোমবার, সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ২২ অগাস্ট, এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, আইএসএল-এর ক্লাবগুলি আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে এই অচলাবস্থা কাটানোর জন্য আবেদন জানায়। এরপর তিনি এই মেগা টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন জানান।
তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকেও মাথায় রাখতে হচ্ছে। তাই সমস্ত পক্ষের মতামতই শুনতে চাইছে তারা। উল্লেখ্য, আগের সপ্তাহেই সংসদে জাতীয় ক্রীড়া বিল পাশ করানো হয়েছে। বিচারপতি নরসীমা জানিয়েছেন, এই বিলটি শীর্ষ আদালত পরীক্ষা করে দেখছে এবং খসড়া সংবিধানের ক্ষেত্রেও কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।
এফএসডিএল-এর সঙ্গে ফেডারেশনের মধ্যে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ, এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই, আগামী মরশুমের আইএসএল শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের সেরা এই ফুটবল লিগ নিয়ে অনিশ্চয়তার মাঝেই আবার ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কোচিং স্টাফদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এমতাবস্থায়, যৌথভাবে এআইএফএফ এবং আইএসএল-এর ১১টি ক্লাব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিকে ফেডারেশন আর্জি জানিয়েছে, সুপ্রিম কোর্ট যেন দ্রুত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।