পিছিয়ে থেকে কলকাতা ডার্বি শুরু করলেও, প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সাধ্যমতো লড়াই করল ইস্টবেঙ্গল। তবে মারাত্মক ভুল করে বসলেন ক্লেইটন সিলভা।
প্রত্যাশামতোই কলকাতা ডার্বির প্রথমার্ধে দুর্দান্ত লড়াই হল। সাম্প্রতিক ফর্ম ও দলগত শক্তির বিচারে মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে পিছিয়ে থাকলেও, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে লড়াই করল ইস্টবেঙ্গল। তবে অধিনায়ক ক্লেইটন সিলভার পেনাল্টি নষ্ট পার্থক্য গড়ে দিল। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। ১২ মিনিটে বক্সের মধ্যে ক্লেইটনকে ধাক্কা মেরে ফেলে দেন মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথ। ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ক্লেইটনই পেনাল্টি মারতে যান। বাঁ দিকে ঝাঁপিয়ে সেই শট বাঁচিয়ে দেন বিশাল। এরপর ২৮ মিনিটে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কামিংস। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। কামিংসের শট পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি বল পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টন। তিনি সহজেই জালে বল জড়িয়ে দেন। এরপর প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি পায় মোহনবাগান সুপার জায়ান্ট। বক্সের মধ্যে নন্দকুমার শেখরের ধাক্কায় পড়ে যান আবদুল সাহাল সামাদ। পেনাল্টি দেন রেফারি। গোল করতে ভুল করেননি দিমিত্রি পেট্রাটস।
কত গোলে জিতবে মোহনবাগান সুপার জায়ান্ট?
কলকাতা ডার্বির ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ইস্টবেঙ্গলের দখলে। ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ৫-০ উড়িয়ে দেন সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তরা। ২০০৯ সালের ২৫ অক্টোবর আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গলকে ৫-৩ হারিয়ে দেয় মোহনবাগান। একাই ৪ গোল করেন চিডি এডে। এবার মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ডার্বির ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়তে পারে কি না সেটা দেখার জন্য দ্বিতীয়ার্ধের দিকে চোখ রাখতেই হচ্ছে।
পার্থক্য গড়ে দিলেন হাবাস-কাউকো
হাবাসের প্রধান কোচ হিসেবে দলে ফেরা এবং জনি কাউকোর প্রত্যাবর্তন মোহনবাগান সুপার জায়ান্টের চেহারা বদলে দিয়েছে। দল এখন অনেক বেশি চনমনে। এর ফলেই বাকি দলগুলির চেয়ে এগিয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kolkata Derby: কারা আছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে?
Kolkata Derby: চাপের মুখে নতিস্বীকার, কলকাতা ডার্বির টিকিট নিয়ে অবস্থান বদল ইস্টবেঙ্গলের
Kolkata Derby: 'ফুটবলের মর্যাদাহানি করেছে ইস্টবেঙ্গল ক্লাব,' কলকাতা ডার্বি বয়কট মোহনবাগানের