Kolkata Derby: কারা আছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে?

ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের লড়াইয়ের ইতিহাসে প্রথমবার রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে ম্যাচ। রাজনৈতিক সমাবেশের জন্যই পিছিয়ে গিয়েছে ম্যাচের সময়।

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ ঘোষণা করা হল। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন- প্রভসুখন সিং গিল, নিশু কুমার, হিজাজি মাহের, আলেকজান্ডার প্যান্টিচ, লালচুংনুঙ্গা, অজয় ছেত্রী, ক্লেইটন সিলভা, নন্দকুমার শেখর, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী ও নাওরেম মহেশ সিং। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন বিশাল কাইথ, আনোয়ার আলি, জনি কাউকো, দিমিত্রি পেট্রাটস, মনবীর সিং, শুভাশিস বসু (অধিনায়ক), অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, হেক্টর ইয়ুস্তে ও জেসন কামিংস। দুই দলই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গিয়েছে। সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

পিছিয়ে থেকে খেলতে নামছে ইস্টবেঙ্গল

Latest Videos

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ চাপে ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর ১৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১০ নম্বরে কার্লেস কুয়াদ্রাতের দল। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে সবুজ-মেরুন। ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে জামশেদপুর এফসি-কে ৩-০ উড়িয় দিয়েছেন কামিংস-পেট্রাটসরা। ইস্টবেঙ্গলকে হারাতে পারলে লিগ টেবলে শীর্ষে পৌঁছে যাবে গতবারের চ্যাম্পিয়নরা।

হার বাঁচানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল

লাল-হলুদের প্রথম একাদশ দেখে স্পষ্ট, হার বাঁচানোই প্রধান কোচ কুয়াদ্রাতের লক্ষ্য। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস বরাবরের মতোই আক্রমণাত্মক ফুটবলের লক্ষ্যে। তিনি জয়ের লক্ষ্যেই পরিকল্পনা করছেন। প্রতি-আক্রমণের উপরেই জোর দিতে পারে ইস্টবেঙ্গল। দল পিছিয়ে থাকায় লাল-হলুদ সমর্থকরা খুব একটা আশাবাদী হতে পারছেন না। মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা আশাবাদী, তাঁদের দলই এই ম্যাচ জিতবে। বড় ম্যাচে কী হবে সেটা অবশ্য আগাম বলা কঠিন। অনেকবারই এই ম্যাচে খাতায়-কলমে পিছিয়ে থাকা দল জয় পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: চাপের মুখে নতিস্বীকার, কলকাতা ডার্বির টিকিট নিয়ে অবস্থান বদল ইস্টবেঙ্গলের

Kolkata Derby: 'ফুটবলের মর্যাদাহানি করেছে ইস্টবেঙ্গল ক্লাব,' কলকাতা ডার্বি বয়কট মোহনবাগানের

East Bengal: গোয়ার বিরুদ্ধে হার, কলকাতা ডার্বির আগে ছন্নছাড়া ইস্টবেঙ্গল

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News