Mohun Bagan Super Giant: ওড়িশা এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র, আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট

অ্যান্টনিও লোপেজ হাবাস ফের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধেও দারুণ লড়াই দেখা গেল।

ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েও জয় পেল না মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হল ম্যাচ। এদিন জয় পেলে আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারতেন দিমিত্রি পেট্রাটস, শুভাশিস বসুরা। কিন্তু ড্র করে ১৫ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল সবুজ-মেরুন ব্রিগেড। ১৬ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ওড়িশা এফসি। ১৫ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে এফসি গোয়া। ফলে আইএসএল-এ শীর্ষস্থান দখলের লড়াই জমে উঠেছে।

উপভোগ্য ম্যাচ ড্র

Latest Videos

মোহনবাগান সুপার জায়ান্ট-ওড়িশা এফসি ম্যাচ ড্র হলেও, দুর্দান্ত খেলা দেখা গেল। শুরু থেকেই আক্রমণ-প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। সবুজ-মেরুন ব্রিগেডের আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন জনি কাউকো, পেট্রাটস ও আর্মান্দো সাদিকু। অন্যদিকে, ওড়িশা এফসি-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেল দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণ, ইসাক রালতের। ওড়িশা এফসি গোলের সুযোগ বেশি পেয়েছিল। প্রথমার্ধের সংযোজিত সময়ে মরিসিওর ডান পায়ের জোরালো শট বারে লেগে ফিরে আসে। কৃষ্ণ, রালতেও গোলের সুযোগ নষ্ট করেন। তবে মোহনবাগান সুপার জায়ান্টও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কোনও দলই গোল করতে পারল না। ফলে ম্যাচ ড্র হল।

ওড়িশা এফসি-র বিরুদ্ধে অপরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট

আইএসএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয় পায়নি ওড়িশা এফসি। শনিবারও জয় পেল না সের্জিও লোবেরার দল। ২৯ ফেব্রুয়ারি পরের ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি। ১ মার্চ পরের ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচগুলির ফলের উপর লিগ টেবলে রদবদল নির্ভর করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: জামশেদপুরের কাছে হার, আইএসএল-এ সুপার সিক্সের লড়াইয়ে চাপে ইস্টবেঙ্গল

Mohun Bagan Super Giant: নর্থইস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: পেট্রাটসের অসাধারণ গোল, এফসি গোয়ার বিরুদ্ধে বদলা মোহনবাগান সুপার জায়ান্টের

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury