Dani Alves: ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছরের কারাদণ্ড ব্রাজিলের প্রাক্তন রাইট ব্যাক ড্যানি আলভেজের

Published : Feb 23, 2024, 12:24 AM ISTUpdated : Feb 23, 2024, 12:34 AM IST
Dani Alves

সংক্ষিপ্ত

ধর্ষণের দায়ে ব্রাজিলের একাধিক ফুটবলারের কারাদণ্ড হয়েছে। এবার এক বিখ্যাত ফুটবলার নাইটক্লাবে যৌন নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেলেন।

স্পেনে একটি নাইটক্লাবে এক মহিলাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন ব্রাজিলের জাতীয় দল ও বার্সেলোনার প্রাক্তন রাইট ব্যাক ড্যানি আলভেজ। তাঁর সাড়ে চার বছরের কারাদণ্ড হয়েছে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইটক্লাবে সেই সময় ২৩ বছর বয়সি এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। ওই যুবতী অভিযোগ করেন, শৌচাগারে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন এই ফুটবলার। আলভেজের আইনজীবী দাবি করেন, যৌথ সম্মতিতেই যৌন সংসর্গ হয়েছিল। তবে অভিযোগকারী যুবতী দাবি করেন, তাঁকে জোর করে শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আলভেজ। এই যুবতীর এক বন্ধুও সাক্ষ্য দেন। তিনি জানান, ওই নাইটক্লাবের ছোট শৌচাগার থেকে বেরিয়ে এসে কাঁদছিলেন ওই যুবতী। এই সাক্ষ্যের ভিত্তিতেই আলভেজকে দোষী সাব্যস্ত করে আদালত। ৭ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়। অভিযোগকারী যুবতীর আইনজীবী ১২ বছরের কারাদণ্ডের দাবি জানান। পুলিশের পক্ষ থেকে ৯ বছরের কারাদণ্ডের দাবি জানানো হয়। আদালত অবশ্য সাড়ে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিল।

বার্সেলোনার আদালতে দোষী সাব্যস্ত আলভেজ

২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার করা হয় আলভেজকে। এরপর থেকেই তিনি বার্সেলোনার কারাগারে ছিলেন। বৃহস্পতিবার বার্সেলোনার আদালত তাঁর কারাদণ্ড দিল। ৪০ বছর বয়সি এই ফুটবলার শুনানির শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন। তবে তাঁর এই দাবি আদালতে গ্রাহ্য হল না। কারাদণ্ডের বিরুদ্ধে অবশ্য আদালতে আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন আলভেজ

নামী ফুটবলারের গর্হিত অপরাধ

ব্রাজিলের জাতীয় দল ও বার্সেলোনা ছাড়াও প্যারিস সাঁ জা, জুভেন্টাসের মতো দলের হয়ে খেলেছেন আলভেজ। ক্লাব পর্যায়ে ৪১টি ট্রফি জিতেছেন এই রাইট ব্যাক। তিনি অত্যন্ত জনপ্রিয় ফুটবলার। কিন্তু এবার ঘৃণ্য অপরাধে তিনিই কারাবন্দি হলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kylian Mbappe: ১ জুলাই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপে, কত অর্থ পাচ্ছেন?

Football: ইন্দোনেশিয়ায় মাঠে বজ্রপাতে মৃত্যু ফুটবলারের, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও

Lionel Messi: ইচ্ছা থাকলেও কেন বার্সেলোনায় ফিরলেন না মেসি? খোলসা করলেন লা লিগা প্রেসিডেন্ট

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?