নতুন মরসুমে দলবদল চলছে। কর্পোরেট যুগে দলবদল ঘিরে অতীতের মতো উত্তেজনা না থাকলেও, চমক রয়েছে। বিশেষ করে কলকাতার ক্লাবগুলির দলবদল নিয়ে সদস্য-সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
কর্পোরেট জগতে একটা কথা চালু আছে, ‘কিল দ্য কম্পিটিশন।’ এর অর্থ হল, বাণিজ্যিক ক্ষেত্রে কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থাকে থাকতে দেওয়া যাবে না। হয় সেই সংস্থার ব্যবসা যে কোনও কৌশলে নষ্ট করে দিতে হবে, না হলে সেই সংস্থা কিনে নিতে হবে। কলকাতার অন্যতম সফল ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কাও এই নীতি মেনে চলেন। তিনি ফুটবলেও প্রতিদ্বন্দ্বিতা চাইছেন না। আইএসএল-এ যতদিন কলকাতা থেকে একটাই দল ছিল গোয়েঙ্কার কোনও সমস্যা ছিল না। কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল-এ যোগ দেওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। এবার মহামেডান স্পোর্টিং ক্লাবও আইএসএল-এ খেলবে। ফলে গড়ের মাঠে আইএসএল নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্টকে গত মরসুমের চেয়েও শক্তিশালী করতে চাইছেন গোয়েঙ্কা। যাতে তাঁর দল লাল-হলুদ ও সাদা-কালো শিবিরের ধরাছোঁয়ার বাইরে থাকে।
ইস্টবেঙ্গলের ঘর ভাঙবে সবুজ-মেরুন?
মুম্বই সিটি এফসি থেকে লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়াকে দলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে আপুইয়ার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার লাল-হলুদ শিবিরে ভাঙন ধরানোর চেষ্টায় সবুজ-মেরুন। গড়ের মাঠে খবর, ইস্টবেঙ্গলের কোনও তরুণ ফুটবলারকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে সবুজ-মেরুন। যদিও এখনও সরকারিভাবে এ বিষয়ে কিছু বলা হচ্ছে না। তবে লাল-হলুদের ঘর ভাঙার চেষ্টায় সবুজ-মেরুন।
লালিয়ানজুয়ালা ছাংতেকে নেবে মোহনবাগান সুপার জায়ান্ট?
সবুজ-মেরুনের অন্দরমহলে শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসি ও জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো লালিয়ানজুয়ালা ছাংতেকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আর্থিক প্রস্তাব দিচ্ছে সবুজ-মেরুন। তবে মুম্বই ছেড়ে ছাংতে কলকাতায় আসবেন কি না স্পষ্ট নয়। আপুইয়ার মাধ্যমে ছাংতেকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
East Bengal: 'সি ফর ক্লেইটন,' অধিনায়ককে আরও এক বছরের জন্য ধরে রাখল ইস্টবেঙ্গল
East Bengal: ইস্টবেঙ্গলের গ্রিক কানেকশন, আইএসএল-এর সর্বাধিক গোলদাতাকে ছিনিয়ে নিল লাল-হলুদ