East Bengal: ট্রফি জেতালেন ফুটবলাররা, নেবেন ক্রীড়ামন্ত্রী! আজব আবদার ইস্টবেঙ্গল কর্তাদের

Published : Apr 17, 2025, 10:23 PM ISTUpdated : Apr 17, 2025, 10:38 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal Club: ২১ বছর পর জাতীয় পর্যায়ে কোনও লিগ জিতেছে ইস্টবেঙ্গল। ছেলেদের ব্যর্থতা ঢেকে দিয়েছেন মহিলা ফুটবলাররা। শুক্রবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ট্রফি পাবে ইস্টবেঙ্গলের মহিলা দল।

Indian Women's League: কোনও দল চ্যাম্পিয়ন হলে পুরস্কার নিতে যান খেলোয়াড়রা। সঙ্গে কোচ, কর্মকর্তারা থাকতে পারেন। যদিও বড় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী মঞ্চে কোনও দলেরই কর্মকর্তারা থাকেন না। শুধু খেলোয়াড়রা ও কোচ পুরস্কার নিতে যান। কিন্তু শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে দেখা যাবে আজব ঘটনা। এমন একজন ট্রফি নেবেন, যিনি দলের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। এবার ইন্ডিয়ান উইমেনস লিগ জিতেছে ইস্টবেঙ্গল। ২০০৪ সালে শেষবার জাতীয় লিগ জিতেছিল ইস্টবেঙ্গলের পুরুষ দল। তারপর ২১ বছর কেটে গিয়েছে। এর মধ্যে আর জাতীয় পর্যায়ে কোনও লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল। এবার ছেলেদের সেই ব্যর্থতা ঘুচিয়েছেন লাল-হলুদের মহিলা ফুটবলাররা। তাঁরা শুক্রবার নিজেদের মাঠে ট্রফি পাবেন। কিন্তু সেই ট্রফি গ্রহণ করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

কেন ট্রফি নেবেন ক্রীড়ামন্ত্রী?

ইস্টবেঙ্গলের সচিব রূপক সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'ইন্ডিয়ান উইমেনস লিগে ইস্টবেঙ্গল মহিলা দলের শেষ ম্যাচটি আমাদের নিজস্ব মাঠে আগামী ১৮ এপ্রিল (বিকেল) ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে আপনাদের মাধ্যমে সকল সভ্য-সমর্থকদের মাঠে এসে টিমকে উৎসাহিত করবার জন্য আহ্বান জানাচ্ছি। এআইএফএফ-এর নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচের পরেই মাঠেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা চাই, মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ওইদিন উপস্থিত থেকে বাংলার হয়ে বিজয়ী ট্রফিটি গ্রহণ করুন।'

শাসক দলের রাজনীতির প্রভাব গড়ের মাঠে?

সম্প্রতি আইএসএল (Indian Super League) ফাইনালে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রথমে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এরপর শেষমুহূর্তে মোহনবাগানের (Mohun Bagan) পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। যদিও তিনি আইএসএল ফাইনালে যাননি। পয়লা বৈশাখ সকালে ইস্টবেঙ্গলের বারপুজোয় হাজির থাকলেও, মোহনবাগান তাঁবুতে যাননি ক্রীড়ামন্ত্রী। গড়ের মাঠে শোনা যাচ্ছে, শাসক দলের এক গোষ্ঠী মোহনবাগানে প্রভাবশালী হয়ে উঠেছে। সেই গোষ্ঠীর সঙ্গে ক্রীড়ামন্ত্রীর সম্পর্ক ভালো নয়। এই কারণে তিনি ইস্টবেঙ্গলকে ব্যবহার করে গড়ের মাঠে প্রাসঙ্গিক থাকতে চাইছেন। তাঁকে সেই সুযোগ দিচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে