
UEFA Champions League: বার্সেলোনা (Barcelona) আদৌ সেমিতে যাবে কিনা, তা নিয়েই সংশয় ছিল যথেষ্ট। তবে শেষপর্যন্ত ৩-১ গোলে পরাজিত হলেও, প্রথম পর্বের ম্যাচে জয় তাদের বাঁচিয়ে দিল। সেমিফাইনালে পৌঁছে গেল স্পেনের এই ক্লাব। ঠিক একইভাবে অ্যাস্টন ভিলার কাছে হেরে গেলও সেমিফাইনালে পৌঁছে গেল পিএসজি (PSG)।
প্রসঙ্গত, প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ৪-০ গোলে ডর্টমুন্ডকে হারিয়ে জয় পেয়েছিল বার্সেলোনা। কিন্তু ফিরতি পর্বের ম্যাচে, নিজেদের ঘরের মাঠে যে ডর্টমুন্ড পাল্টা লড়াই দেবে, তা অনেকটা প্রত্যাশিত্ই ছিল। আর ঠিক তাই হল। ম্যাচের ১১ মিনিটে, গোল করে দলকে এগিয়ে দেন গুরাসি। যদিও প্রথমার্ধে আরও একটি গোল হত। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকো কোভাচেরের গোলে আরও এগিয়ে যায় ডর্টমুন্ড। তবে সেখানেই শেষ নয়। ব্যবধানে আরও বাড়িয়ে দেন গুরাসি। তবে তার কিছুক্ষণের মধ্যেই গোল দেয় বার্সেলোনা। তবে সেটি আদতে ডর্টমুন্ডের আত্মঘাতী গোল। ফেরমিন লোপেজের ক্রস প্রতিহত করতে গিয়ে নিজেদের গোলেই পাঠিয়ে দেন বেনসেবাইনি।
তবে হাল ছাড়েনি বরুসিয়া ব্রিগেড। আবার খেলার ৭৬ মিনিটে, তৃতীয় গোলটি করেন গুরাসি। তবে তারপর আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। শেষপর্যন্ত, ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-১। আর দুটি পর্ব মিলিয়ে তখন গোলের ব্যবধান ৫-৩। আর সেই সুবাদেই প্রায় ৬ বছর পর, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। অর্থাৎ, হেরে গেলেও আগের ম্যাচের ফলাফলের নিরিখে সেমিতে তারা (Barcelona vs Dortmund Leg 2 Live)।
অন্যদিকে, ঠিক একইভাবে অ্যাস্টন ভিলার (Aston Villa) বিরুদ্ধে হেরে গেলেও সেমিফাইনালে চলে গেল পিএসজি। কারণ, প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে তারা জয় পায় ৩-১ গোলে। কিন্তু ইংল্যান্ডের মাঠে আবার তারা পরাজিত হল ৩-২ ব্যবধানে। আর এদিন ২৭ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে গোল করেন হাকিমি এবং নুনো মেন্ডেজ।
কিন্তু তারপর যেন ম্যাজিক দেখায় অ্যাস্টন ভিলা। পরপর তিনটি গোল করে তারা। দলের হয়ে গোল করে যান তিলেমানস, ম্যাকগিন এবং এনগোয়ো। আর তাই দুটি পর্ব মিলিয়ে তখন পিএসজির পক্ষে ফলাফল দাঁড়ায় ৫-৪। ফলে, সেমিফাইনালের রাস্তা কার্যত পরিষ্কার হয়ে যায় তাদের সামনে (Aston Villa vs PSG Highlights)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।