Inter Kashi: আই লিগ ট্রফি পেল ইন্টার কাশী ফুটবল দল। শনিবার, এই ট্রফি তাদের হাতে তুলে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (inter kashi news)। প্রসঙ্গত, আই লিগ যে ইন্টার কাশী জিতে গেছে, তা অনেক আগেই নিশ্চিত হয়ে যায়। কিন্তু চার্চিল ব্রাদার্সের একগুঁয়েমির জন্যই ট্রফি দিতে কিছুটা দেরি হল (inter kashi i league cas verdict)।
উল্লেখ্য, গত আই লিগে নামধারী এফসির বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল যে, ঐ ম্যাচটিতে একজন ‘অবৈধ ফুটবলার’-কে মাঠে নামায় নামধারী এফসি। আর তারপরেই তাদের নালিশের ভিত্তিতে বিষয়টি যায় শৃঙ্খলারক্ষা কমিটির হাতে।
আর সেখানে কাশীকে ৩ পয়েন্ট এবং ৩ গোল দেওয়া হয়। উল্টে আবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে এআইএফএফ-এর অ্যাপিল কমিটিতে গেছিল নামধারী এফসি। আর সেই অ্যাপিল কমিটি আবার শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। তারপর আবার সেই সিদ্ধান্তকে বদলে ফেলে নামধারীর পক্ষেই রায় দেয় এআইএফএফ অ্যাপিল কমিটি। আর তার ফলে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় চার্চিল। তাই ফেডারেশন তাদের হাতে ট্রফি তুলে দেয়।
কিন্তু এরপরেই হয় আসল গোলমাল। সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট মামলা করে ইন্টার কাশী। আর সেখানে ফেডারেশনের রায়কে কার্যত, খারিজ করে দেওয়া হয়। বলা ভালো, সেই রায়কে রীতিমতো নস্যাৎ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে এর আগে্, প্রথম দফার রায় সামনে এলেও ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি। কারণ, সেখানে রিয়াল কাশ্মীর এবং চার্চিল সংক্রান্ত একটি জট ছিল। তবে তার কয়েকদিন বাদেই দ্বিতীয় এবং শেষ দফার রায় জানিয়ে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
সেখানে পরিষ্কার করেই বলা হয় যে, ইন্টার কাশীকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। এদিকে এই রায়ের ফলে, আই লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যায় চার্চিল ব্রাদার্স। যে দলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল এইআইএফএফ। অর্থাৎ, তারা হয়ে যায় রানার্স। কিন্তু চার্চিল হটাৎ বেঁকে বসে। তারা জানায়, সেই ট্রফি তারা কিছুতেই ফেরৎ দেবে না। এই আজব দাবি এবং একগুঁয়েমির জন্যই ইন্টার কাশীর হাতে ট্রফি তুলে দিতে দেরি হল।
শেষপর্যন্ত শনিবার, আই লিগ ট্রফি তাদের হাতে তুলে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। আর সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন ফুটবলার থেকে কোচ এবং সাপোর্ট স্টাফ সবাই। ট্রফি হাতে তুলে কার্যত, নাচতে শুরু করে দেন তারা। আনন্দে আত্মহারা তখন গোটা দল। ইন্টার কাশীর কর্তারা জানিয়েছেন, মাঠে ফুটবলটা খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছেন। সামনের মরশুমে আরও বড় চ্যালেঞ্জ, আইএসএল।
আর এইদিনই ফুটবলকে বিদায় জানালেন বাঙালি গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।