
Chennaiyin FC Goalkeeper Samik Mitra: ইউরোপিয়ান ফুটবলে (European Football) এই ধরনের গোল বিরল নয়। অনেক গোলকিপারই গোল বাঁচানোর পাশাপাশি দলকে আক্রমণে সাহায্য করেন। দলের প্রয়োজনে গোলও করেন গোলকিপাররা। কিন্তু ভারতীয় ফুটবলে গোলকিপারদের গোল বিরল। তাও আবার নিজেদের বক্স থেকে এক শটে বিপক্ষের জালে বল জড়িয়ে দেওয়া! অতীতে কখনও ভারতীয় ফুটবলে এরকম গোল দেখা গিয়েছে কি না কেউই মনে করতে পারছেন না। এই বিরল গোলই করেছেন চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) বাঙালি গোলকিপার শমীক মিত্র (Samik Mitra)। শুক্রবার সুপার কাপে (AIFF Super Cup 2025-26) ডেম্পো স্পোর্টস ক্লাবের (Dempo Sports Club) বিরুদ্ধে এই গোল করেছেন শমীক। তাঁর দল এই ম্যাচে পিছিয়ে পড়েছিল। নিজে গোল করে দলকে সমতায় ফেরান শমীক। শেষপর্যন্ত ম্যাচের ফল হয় ১-১। শমীকের এই গোল নিয়ে এখন ভারতীয় ফুটবল মহলে আলোচনা চলছে।
সুপার কাপের ইতিহাসে প্রথমবার কোনও দলের গোলকিপার গোল করলেন। চেন্নাইয়িন এফসি দলের হয়েও প্রথমবার ৯০ মিনিটের ম্যাচে কোনও গোলকিপার গোল করলেন। ফলে শুক্রবার গোয়ার (Goa) বাম্বোলিমে (Bambolim) জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে (GMC Athletic Stadium) ইতিহাস গড়লেন শমীক। ম্যাচের বয়স তখন ৩০ মিনিট। নিজেদের বক্সে বল পেয়ে শট নেন চেন্নাইয়িন এফসি গোলকিপার। সেই বল একবার ড্রপের পর ডেম্পোর গোলের দিকে এগিয়ে যায়। ডেম্পোর গোলকিপার গোললাইন ছেড়ে কিছুটা এগিয়ে ছিলেন। তিনি বল ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাতে লেগে বল গোললাইন পেরিয়ে যায়। ফলে সমতা ফেরায় চেন্নাইয়িন এফসি।
এখন ভালোমানের বাঙালি ফুটবলারের সংখ্যা কমে গিয়েছে। বাঙালি গোলকিপারও সেভাবে দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে নজর কেড়ে নিলেন শমীক। তিনি যদি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে পারেন, তাহলে ভারতীয় ফুটবলে ফের এক বাঙালি গোলকিপার উঠে আসবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।