Inter Kashi: আই লিগ জয়ের সুবর্ণ সুযোগ ইন্টার কাশির সামনে! কিন্তু চার্চিলের বিরুদ্ধে নামার আগে কী অভিযোগ তুলছে তারা?

সংক্ষিপ্ত

Inter Kashi:আই লিগ জয়ের অন্যতম দাবিদার তারা। কিন্তু এবার সেই ইন্টার কাশিই (Inter Kashi) কার্যত ক্ষোভ উগড়ে দিল ফেডারেশনের বিরুদ্ধে। সেইসঙ্গে, চার্চিলের বিরুদ্ধে খেলতে নামার আগে অব্যবস্থার শিকার।

Inter Kashi: চলতি আই লিগে (I-League) দুর্দান্ত ফর্মে রয়েছে ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল দল। যে দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আর এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। কিন্তু এবার সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল আই লিগের এই দলটি। কারণ, গত ১৩ জানুয়ারী নামধারী এফসির বিরুদ্ধে পয়েন্ট বাতিলের সিদ্ধান্তকে স্থগিত করে দেওয়ার জেরে এবার এআইএফএফ অ্যাপিল কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইন্টার কাশি।

 

Latest Videos

 

রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানিয়েছে যে, এই সিদ্ধান্তে তারা পুরোপুরিভাবেই অবাক। এমনকি, ইন্টার কাশি ম্যানেজমেন্ট জানাচ্ছে, ফেডারেশন বা লিগ কমিটির তরফ থেকে সরকারিভাবে তাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। সেই বিবৃতিতে তারা লিখেছে, “ইন্টার কাশি ফেডারেশনের তরফ থেকে থেকে স্বচ্ছতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের প্রত্যাশা করেছিল। কিন্তু সরকারি একটি ইন্টিমেশন পাওয়ার পর, ক্লাবের স্বার্থরক্ষার জন্য এবার যে কোনও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে একবারের জন্যও তারা আর দ্বিধা করবে না।”

সমস্যা ঠিক কোথায় হয়েছিল? নামধারীর হয়ে সেই ম্যাচে ক্লেডসন কার্ভালহো দা সিলভা মাঠে নেমেছিলেন। কিন্তু ইন্টার কাশি সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং বলে যে, তিনি চারটি হলুদ কার্ড ইতিমধ্যেই দেখে ফেলেছেন। তাই আইনানুযায়ী, ক্লেডসন কার্ভালহো দ্য সিলভা মাঠেই নামতে পারেন না। এরপরেই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা শুরু করে।

কিন্তু ইন্টার কাশির অভিযোগ, “খুবই অবাক করা বিষয় যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি আগামী ২৮ শে এপ্রিল সামনে আসবে। যা কার্যত, লিগ শেষ হওয়ার আরও তিন সপ্তাহ পরে। তাই এক্ষেত্রে লিগের পদ্ধতিগত সমস্যাই প্রকট হচ্ছে, বাড়তি সময় যাচ্ছে এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে।”

সবথেকে বড় বিষয় হল যে, যদি চূড়ান্ত সিদ্ধান্তটি নামধারীর পক্ষে চলে যায়, তাহলে ইন্টার কাশি প্রবল সমস্যায় পড়তে পারে। কারণ, আই লিগ টেবিলে আপাতত ২০ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এদিকে রবিবার ইন্টার কাশি অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। চার্চিলেরও ২০ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট।

অর্থাৎ, এই ম্যাচটি কার্যত নির্ধারণ করে দেবে যে, আই লিগ এবার কে জিতছে? তাই ইন্টার কাশি বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। তাদের লক্ষ্য আই লিগ জয় এবং দাবি, ফেডারেশন যেন উপযুক্ত ব্যবস্থা নেয় নামধারী এফসির বিরুদ্ধে।

কিন্তু গোয়াতে গিয়ে আরেক সমস্যায় পড়েছে ইন্টার কাশি। সূত্রের খবর, চার্চিল রীতিমতো অসহযোগিতা করছে ইন্টার কাশি দলের সঙ্গে। জানা যাচ্ছে, একটি ম্যাচ আয়োজনের জন্য এএফসি-র যা যা গাইডলাইন রয়েছে, তার একটিও চার্চিল সঠিকভাবে মানছে না বলে অভিযোগ উঠছে। এমনকি, অ্যাওয়ে দলকে টিকিট না দেওয়ারও অভিযোগ সামনে আসছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ড্রেসিংরুমে এসির ব্যবস্থা নেই। শুধু তাই নয়, ম্যাচের আগেরদিন মূল মাঠে অনুশীলন করার নিয়ম থাকা সত্ত্বেও ইন্টার কাশিকে অনুশীলন করতে দেওয়া হয়নি। কার্যত, চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়ছে বলে জানা গেছে।

এই কথা বলার কোনও অপেক্ষাই রাখে না যে, চার্চিল ব্রাদার্স বনাম ইন্টার কাশির মধ্যে এই ম্যাচ কার্যত হাইভোল্টেজ হতে চলেছে। লিগ শিরোপা কে পাবে, তা এই ম্যাচ থেকেই নির্ধারণ হয়ে যাবে। তাই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি সেইজন্যই ইচ্ছাকৃতভাবে এইরকম করা হচ্ছে?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার