FC Barcelona: সেই ম্যাচে নাকি নামতে রাজিই ছিল না বার্সেলোনা। কিন্তু তাতেও জয় আটকে থাকেনি।
FC Barcelona: লা লিগাতে (La Liga) গত বৃহস্পতিবার, ওসাসুনার বিরুদ্ধে খেলতে একেবারেই রাজি ছিল না বার্সেলোনা (FC Barcelona)। কারণ, পরপর ম্যাচ খেলতে হচ্ছে বলে অভিযোগ তুলেছিল তারা। তবে শেষপর্যন্ত, বাধ্য হয়েই খেলতে নেমেছিল বার্সা।
আর সেই ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে ৩-০ গোলে জয়ও পায় তারা। এখনও পর্যন্ত সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯টি ম্যাচে জিতেছে বার্সেলোনা। বৃহস্পতিবার প্রথমার্ধে ফেরান তোরেস এবং দানি অলমো গোল করেন। আর দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান আরও বাড়ান রবার্ট লেভানোদোস্কি যদিও এই ম্যাচে মাঠে নামেননি র্যাফিনহা। কারণ, দেশের হয়ে খেলতে গেছিলেন তিনি।
তবে জয় এলেও বার্সেলোনা শিবিরের অভিযোগ ছিল যে, এত ম্যাচে পরপর খেলতে হচ্ছে তাদের। অর্থাৎ, টানা ম্যাচ খেলে ফুটবলাররাও ক্লান্ত হয়ে পড়ছেন এবং চোটের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। তাই একটা সময় ওসাসুনার বিরুদ্ধে নাকি নামতেই চাননি বার্সার (Barcelona) ফুটবলাররা। তবে ওসাসুনার বিরুদ্ধে জয়ের পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, “তিন পয়েন্ট পেলেও দানি এই ম্যাচে চোট পেয়েছে। জানি না ঠিক কতদিন খেলতে পারবে না ও। যদি আগামী ২-৩ সপ্তাহ মাঠে নামতে না পারে, তাহলে অনেকগুলো ম্যাচেই পাওয়া যাবে না ওকে।”
প্রসঙ্গত, ওসাসুনার বিরুদ্ধে ম্যাচটি ৮ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিন বার্সেলোনা দলের চিকিৎসক প্রয়াত হন। সেই জন্য ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। তবে ম্যাচ পিছোলেও প্রথম থেকেই দাপট দেখায় বার্সেলোনা এবং শেষপর্যন্ত অয় ছিনিয়ে নেয়। খেলার ১১ মিনিটে, গোল করেন তোরেস ,২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দানি এবং সবশেষে লেভানোদোস্কি গোল করেন ম্যাচের ৭৭ মিনিটে।
কিন্তু বার্সেলোনা শিবিরের অভিযোগ, পরপর খেলতে হচ্ছে তাদের। অর্থাৎ, টানা ম্যাচ খেলে ফুটবলাররাও ক্লান্ত হয়ে পড়ছেন এবং চোটের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।