Inter Kashi News: কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট-এর রায় গেল ইন্টার কাশীর পক্ষে, এবার কী করবে ফেডারেশন?

Published : Jun 17, 2025, 07:54 PM IST
INTER KASHI

সংক্ষিপ্ত

Inter Kashi News: নিঃসন্দেহে ভালো খবর ইন্টার কাশী ফুটবল দলের জন্য। স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। 

Inter Kashi News: কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট-এর রায় গেল আই লিগের দল ইন্টার কাশীর পক্ষেই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রায় অনুযায়ী, ইন্টার কাশীর তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেই কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে মামলা করে এই ফুটবল দলটি।

আর মঙ্গলবার, সেই রায় সামনে এল। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট কার্যত, ফেডারেশনের সেই রায়কে খারিজ করে দিয়েছে। ফলে, নামধারী এফসি-র বিরুদ্ধে ওই ম্যাচ থেকে তিন পয়েন্টই পাবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। 

ঘটনাটি ঠিক কী হয়েছিল?

প্রসঙ্গত, জানুয়ারি মাসে নামধারী এফসির বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল জে, ওই ম্যাচটিতে একজন ‘অবৈধ প্লেয়ার’-কে মাঠে নামায় নামধারী এফসি। আর তারপরেই তাদের নালিশের ভিত্তিতে বিষয়টি যায় শৃঙ্খলারক্ষা কমিটির হাতে।

আর সেখানে কাশীকে ৩ পয়েন্ট এবং ৩ গোল দেওয়া হয়। উল্টে আবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে এআইএফএফ-এর অ্যাপিল কমিটিতে গেছিল নামধারী এফসি। আর সেই অ্যাপিল কমিটি আবার শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল। এখন সম্ভবত সেই সিদ্ধান্তটিকে বদলে ফেলে নামধারীর পক্ষেই রায় দেয় এআইএফএফ অ্যাপিল কমিটি।

 

 

কিন্তু সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট মামলা করে ইন্টার কাশী 

এবার সেখানেই ফেডারেশনের রায় কার্যত, খারিজ করে দেওয়া হল। বলা ভালো, সেই রায় রীতিমতো নস্যাৎ করে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

ইন্টার কাশীর তরফ থেকে জানানো হয়েছে, “ইন্টার কাশী ক্রীড়া আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে। ক্যাসের নির্দেশে এআইএফএফ-এর অ্যাপিল কমিটির রায় খারিজ করা হয়েছে। যে আবেদনের ভিত্তিতে নামধারী এফসি-র বিরুদ্ধে ম্যাচ থেকে দলের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।"

মঙ্গলবার, ক্যাসের সেই রায় সামনে এল। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট কার্যত, ফেডারেশনের রায়কে খারিজ করে দিয়েছে। ফলে, নামধারী এফসি-র বিরুদ্ধে ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই রইল না আন্তোনিও লোপেজ হাবাসের দলের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?