ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পছন্দের ১০ জন সতীর্থর নাম বললেন মেসি, নেই এমবাপে
দীর্ঘ কেরিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন বার্সেলোনায়। ফলে লিওনেল মেসির সবচেয়ে পছন্দের সতীর্থদের মধ্যে বার্সেলোনার ফুটবলাররা যে থাকবেন সেটা স্বাভাবিক। তবে জাতীয় দল আর্জেন্টিনার কোনও সতীর্থই পছন্দের তালিকায় না থাকা একটু অস্বাভাবিক।
লিওনেল মেসির পছন্দের তালিকায় ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহো
লিওনেল মেসি যখন বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেন, তখন সতীর্থ হিসেবে পেয়েছিলেন ব্রাজিলের তারকা রোনাল্ডিনহোকে। তাঁর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন মেসি।
লিওনেল মেসির অন্যতম পছন্দের সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা ও জাভি হার্নান্ডেজ
একসময় বার্সেলোনার ভরসা ছিলেন লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা ও জাভি হার্নান্ডেজ। সেই সময় ইউরোপের ফুটবল মহলে চালু কথা ছিল, জাভি ও ইনিয়েস্তাকে পাশে না পেলে ভালো খেলতে পারেন না মেসি।
ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের সঙ্গেও লিওনেল মেসির সম্পর্ক অত্যন্ত ভালো
বার্সেলোনা ও প্যারিস সাঁ-জা-র হয়ে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। মাঠে ও মাঠের বাইরে তাঁদের সম্পর্ক খুবই ভালো।
লিওনেল মেসির পছন্দের সতীর্থদের মধ্যে আছেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেজও
বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলা শুরু করার পর সতীর্থ হিসেবে জাটান ইব্রাহিমোভিচকে পেয়েছিলেন লিওনেল মেসি। খুব ঘনিষ্ঠতা না থাকলেও, ইব্রাকে পছন্দের সতীর্থর তালিকায় রেখেছেন মেসি।