ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পছন্দের ১০ জন সতীর্থর নাম বললেন মেসি, নেই এমবাপে

দীর্ঘ কেরিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন বার্সেলোনায়। ফলে লিওনেল মেসির সবচেয়ে পছন্দের সতীর্থদের মধ্যে বার্সেলোনার ফুটবলাররা যে থাকবেন সেটা স্বাভাবিক। তবে জাতীয় দল আর্জেন্টিনার কোনও সতীর্থই পছন্দের তালিকায় না থাকা একটু অস্বাভাবিক।

Soumya Gangully | Published : Aug 3, 2023 5:57 PM
110
লিওনেল মেসির সবচেয়ে পছন্দের ১০ জন সতীর্থর তালিকায় নেই আর্জেন্টিনার কোনও ফুটবলার

পেশাদার কেরিয়ারে সবচেয়ে পছন্দের ১০ জন সতীর্থকে বেছে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় ব্রাজিলের ২ জন ফুটবলার থাকলেও, আর্জেন্টিনার কেউ নেই।

210
প্যারিস সাঁ-জা-র সতীর্থ কিলিয়ান এমবাপেকে পছন্দের সতীর্থর তালিকায় রাখেননি লিওনেল মেসি

নেইমার জুনিয়র ছাড়া প্যারিস সাঁ-জা-র কোনও সতীর্থকেই পছন্দের তালিকায় রাখেননি লিওনেল মেসি। উল্লেখযোগ্যভাবে বাদ কিলিয়ান এমবাপে। নেইমার জায়গা পেয়েছেন বার্সেলোনার সতীর্থ হিসেবেই।

310
লিওনেল মেসির পছন্দের তালিকায় ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহো

লিওনেল মেসি যখন বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেন, তখন সতীর্থ হিসেবে পেয়েছিলেন ব্রাজিলের তারকা রোনাল্ডিনহোকে। তাঁর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন মেসি।

410
লিওনেল মেসির অন্যতম পছন্দের সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা ও জাভি হার্নান্ডেজ

একসময় বার্সেলোনার ভরসা ছিলেন লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা ও জাভি হার্নান্ডেজ। সেই সময় ইউরোপের ফুটবল মহলে চালু কথা ছিল, জাভি ও ইনিয়েস্তাকে পাশে না পেলে ভালো খেলতে পারেন না মেসি।

510
ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের সঙ্গেও লিওনেল মেসির সম্পর্ক অত্যন্ত ভালো

বার্সেলোনা ও প্যারিস সাঁ-জা-র হয়ে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। মাঠে ও মাঠের বাইরে তাঁদের সম্পর্ক খুবই ভালো।

610
লিওনেল মেসির পছন্দের সতীর্থদের মধ্যে আছেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেজও

কয়েক মরসুম আগেও বার্সেলোনার আক্রমণের ভরসা ছিলেন লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও নেইমার জুনিয়র। সুয়ারেজকেও সবচেয়ে পছন্দের সতীর্থদের তালিকায় রেখেছেন মেসি।

710
কিছুটা অবাক করে জাটান ইব্রাহিমোভিচকে পছন্দের সতীর্থদের তালিকায় রেখেছেন লিওনেল মেসি

বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলা শুরু করার পর সতীর্থ হিসেবে জাটান ইব্রাহিমোভিচকে পেয়েছিলেন লিওনেল মেসি। খুব ঘনিষ্ঠতা না থাকলেও, ইব্রাকে পছন্দের সতীর্থর তালিকায় রেখেছেন মেসি।

810
লিওনেল মেসির সবচেয়ে পছন্দের সতীর্থদের তালিকায় ক্যামেরুনের প্রাক্তন তারকা স্যামুয়েল ইটো

বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দিয়েছেন লিওনেল মেসি ও স্যামুয়েল ইটো। ক্যামেরুনের এই প্রাক্তন তারকার সঙ্গে মেসির সম্পর্ক খুবই ভালো।

910
বার্সেলোনা ও ইন্টার মায়ামির সতীর্থ সের্জিও বুস্কেটসকেও পছন্দের সতীর্থর তালিকায় রেখেছেন লিওনেল মেসি

বার্সেলোনায় দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস। এখন তাঁরা একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তাঁদের সম্পর্ক বেশ ভালো।

1010
লিওনেল মেসির সবচেয়ে পছন্দের সতীর্থদের তালিকায় আছেন ডেভিড ভিয়া ও ডেকো

বার্সেলোনার ২ প্রাক্তন সতীর্থ ডেভিড ভিয়া ও ডেকোকেও সবচেয়ে পছন্দের সতীর্থদের তালিকায় রেখেছেন লিওনেল মেসি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos