২ ম্যাচে ৩ গোল, ইন্টার মায়ামিকে লিগস কাপের নক-আউটে পৌঁছে দিলেন মেসি

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব বদল করলেও, মেসির খেলায় কোনও বদল আসেনি। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়ে গোল করেই চলেছেন মেসি।

Soumya Gangully | Published : Jul 26, 2023 2:39 PM
110
ইন্টার মায়ামিতে যোগ দিয়েই দলকে বদলে দিয়েছেন লিওনেল মেসি, সের্জিও বুস্কেটস

ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে ২ ম্যাচ খেলে ৩ গোল করে ফেললেন লিওনেল মেসি। তাঁর দল ২টি ম্যাচেই সহজ জয় পেল।

210
লিওনেল মেসির দাপটে সহজেই লিগস কাপের নক-আউটে পৌঁছে গেল ইন্টার মায়ামি

লিগস কাপে পরপর ২ ম্যাচ জিতে নক-আউটে পৌঁছে গেল ইন্টার মায়ামি। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন লিওনেল মেসি।

310
লিগস কাপের দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ উড়িয়ে দিল ইন্টার মায়ামি

লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি জোড়া গোল করেন রবার্ট টেলর।

410
পরপর ২ ম্যাচে গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

ইন্টার মায়ামিতে যোগ দিয়েই দলকে বদলে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর দল পরপর ২ ম্যাচে জয় পেল।

510
লিওনেল মেসি-সের্জিও বুস্কেটস যুগলবন্দিতে ছন্দ খুঁজে পেয়েছে ইন্টার মায়ামি

লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস যোগ দেওয়ার আগে ১০ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। তবে এই দলই এখন পরপর ২ ম্যাচে জয় পেল। 

610
নাপোলিকে বদলে দিয়েছিলেন দিয়েগো মারাদোনা, ইন্টার মায়ামিকে বদলে দিচ্ছেন লিওনেল মেসি

প্রয়াত দিয়েগো মারাদোনা যোগ দেওয়ার পর শুধু ইটালিরই নয়, ইউরোপের সেরা ক্লাব হয়ে উঠেছিল নাপোলি। একইভাবে ইন্টার মায়ামিকে জয় এনে দেওয়া শুরু করেছেন লিওনেল মেসি।

710
মেজর লিগ সকারে এখনও পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে কোনও ম্যাচ খেলতে নামেননি লিওনেল মেসি

মেজর লিগ সকারে এখনও পর্যন্ত অভিষেক হয়নি লিওনেল মেসির। লিগে সবার শেষে তাঁর দল। মেসিকেই দলকে লিগ টেবলে উপরের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে।

810
লিওনেল মেসির পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সের্জিও বুস্কেটস

বার্সেলোনার মতোই ইন্টার মায়ামিতেও জমে উঠেছে লিওনেল মেসি-সের্জিও বুস্কেটস জুটি। এই ২ ফুটবলার দলকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন।

910
ইন্টার মায়ামির কর্ণধার ডেভিড বেকহ্যামের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক নজর কেড়ে নিচ্ছে

লিওনেল মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামের। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে গোল করে তাঁকে অভিবাদন জানান মেসি।

1010
মেসি-বুস্কেটসের পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো

বার্সেলোনায় লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটসের সঙ্গে কাজ করেছেন জেরার্ডো তাতা মার্টিনো। তিনি ইন্টার মায়ামিতে এই ২ তারকার পাশাপাশি জর্ডি আলবাকেও পাচ্ছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos