২ ম্যাচে ৩ গোল, ইন্টার মায়ামিকে লিগস কাপের নক-আউটে পৌঁছে দিলেন মেসি
ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব বদল করলেও, মেসির খেলায় কোনও বদল আসেনি। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়ে গোল করেই চলেছেন মেসি।
লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস যোগ দেওয়ার আগে ১০ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। তবে এই দলই এখন পরপর ২ ম্যাচে জয় পেল।
নাপোলিকে বদলে দিয়েছিলেন দিয়েগো মারাদোনা, ইন্টার মায়ামিকে বদলে দিচ্ছেন লিওনেল মেসি
প্রয়াত দিয়েগো মারাদোনা যোগ দেওয়ার পর শুধু ইটালিরই নয়, ইউরোপের সেরা ক্লাব হয়ে উঠেছিল নাপোলি। একইভাবে ইন্টার মায়ামিকে জয় এনে দেওয়া শুরু করেছেন লিওনেল মেসি।
মেজর লিগ সকারে এখনও পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে কোনও ম্যাচ খেলতে নামেননি লিওনেল মেসি
মেজর লিগ সকারে এখনও পর্যন্ত অভিষেক হয়নি লিওনেল মেসির। লিগে সবার শেষে তাঁর দল। মেসিকেই দলকে লিগ টেবলে উপরের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে।
লিওনেল মেসির পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সের্জিও বুস্কেটস
বার্সেলোনার মতোই ইন্টার মায়ামিতেও জমে উঠেছে লিওনেল মেসি-সের্জিও বুস্কেটস জুটি। এই ২ ফুটবলার দলকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন।
ইন্টার মায়ামির কর্ণধার ডেভিড বেকহ্যামের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক নজর কেড়ে নিচ্ছে
লিওনেল মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামের। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে গোল করে তাঁকে অভিবাদন জানান মেসি।