এ যেন আগের মতোই রিপ্লে।
এ যেন আগের মতোই রিপ্লে। এগিয়ে গিয়েও হার মহমেডানের।
ফের একবার এগিয়ে গিয়ে গোল হজম করে হারের ধারা অব্যাহত রাখল মহামেডান স্পোর্টিং ফুটবল দল (Mohammedan Sporting)। মোহনবাগানের বিরুদ্ধে হারের পরেও ভুলত্রুটি শুধরে নিতে পারল না তারা।
সুযোগ ছিল ফের একবার জয়ে ফিরে আসার। ঘরের মাঠ কিশোর ভারতীতে আন্দ্রে চেরনিশভের দল সেই সুযোগ হেলায় হারাল। শেষ মুহূর্তে আরও একবার গোল খেয়ে পয়েন্ট নষ্ট সাদাকালো এগিয়ে থেকেও জোড়া গোল হজম করে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারল মহামেডান।
যদিও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল মহামেডান। কেরালার জিমেনেজের শট বারে লেগে ফিরে না এলে বিপদ তখনই বাড়তে পারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ফ্রাঙ্কা। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। তাঁর একটি পেনাল্টির আবেদন অবশ্য নাকচ হয়ে যায়।
খেলা যত এগোল, ততই যেন ম্যাচ থেকে হারিয়ে গেল মহামেডান। আগের ম্যাচগুলির মতো এবারও তার খেসারত দিতে হল। প্রায় ফাঁকা অবস্থায় গোল করে গেলেন কেরালার পেপরা। মহামেডান দ্বিতীয় গোল খায় খেলার ৭৫ মিনিটে। বাঁদিক থেকে ভেসে আসা ক্রস যখন জিমেনেজ হেড করছেন, তখন তাঁকে কেউ মার্কই করেনি।
অবশ্য নোয়া সাদাউরা একাধিক গোল মিসও করেছেন। তাই এবারও জেতা হল না। এগিয়ে গিয়েও ফের একবার কেরালার বিরুদ্ধে ২-১ গোলে হারল চেরনিশভ ব্রিগেড। লিগ টেবিলে তারা আপাতত রইল ১১তম স্থানে।
কিন্তু বারবার এগিয়ে গিয়েও যে কেন হারতে হচ্ছে, সেটাই পরিষ্কার নয়। ফের একবার এগিয়ে গিয়ে গোল হজম করে হারের ধারা অব্যাহত রাখল মহামেডান স্পোর্টিং ফুটবল দল (Mohammedan Sporting)। মোহনবাগানের বিরুদ্ধে হারের পরেও ভুলত্রুটি শুধরে নিতে পারল না তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।