ISL Derby: প্রতিবাদের ডার্বি দেখল কলকাতা, বিচারের দাবিতে মাঠের বাইরে মানববন্ধন এবং স্লোগান

ডার্বি ম্যাচের দিন ফের কলকাতা দেখল প্রতিবাদ।

ডার্বি (Kolkata Derby) ম্যাচের দিন ফের কলকাতা (Kolkata) দেখল এক অভিনব প্রতিবাদ। ম্যাচের শুরুর আগে, যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেট এবং ৩ নম্বর গেটের বাইরে দেখা গেল দুই দলের সমর্থকদের জোরালো প্রতিবাদ কর্মসূচি।

উল্লেখ্য, শনিবাসরীয় ডার্বিকে ঘিরে আগেই প্রতিবাদের ডাক দেন দুই দলের সমর্থকরা। 'তিলোত্তমার পাশে ময়দান' সহ একাধিক সংগঠন এদিন প্রতিবাদে শামিল হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ডা: সুবর্ণ গোস্বামী নিজেও শনিবার যুবভারতীর বাইরে প্রতিবাদে যোগ দেন।

Latest Videos

প্রসঙ্গত, তিনি নিজেও এই আন্দোলনের খুব পরিচিত একজন মুখ। তাছাড়া দুই দলের একাধিক সমর্থক এদিন প্রতিবাদ জানান। মূলত, 'তিলোত্তমা'-র বিচার চেয়ে এবং জুনিয়র ডাক্তারদের অনশনকে সংহতি জানিয়ে এদিন প্রতিবাদের ডাক দেওয়া হয়। মানববন্ধন থেকেই স্লোগান ওঠে, "বাঙাল-ঘটির এক স্বর, জাস্টিস ফর আরজি কর।"

প্রসঙ্গত, কলকাতার দুই প্রধান বরাবরই যুযুধান প্রতিপক্ষ। মাঠের লড়াই মাঠে। কিন্তু মাঠের বাইরে এবার বিচারের লড়াইতে গলা মেলালেন দুই প্রধানের সমর্থকরা। তাদের দাবি একটাই, বিচার চাই। সেইসঙ্গে, জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে তারা এদিন প্রতিবাদে (Protest) শামিল হন।

উল্লেখযোগ্য বিষয় হল, প্রচুর মহিলা সমর্থকও এদিন এই আন্দোলনে উপস্থিত ছিলেন। রুবি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর বিল্ডিং মোড় এবং ৩ নম্বর গেটের বাইরেও প্রতিবাদ জানান তারা। অন্যদিকে, যুবভারতীর ভিআইপি গেটের বাইরে প্রতিবাদে শামিল হন ডাক্তাররা। উপস্থিত ছিলেন দুই দলের সমর্থকরাও।

সবমিলিয়ে, এক অন্যরকম ডার্বি দেখল কলকাতা। যে খেলায় জিতল মোহনবাগান। কিন্তু মাঠের বাইরের লড়াইতে মন জিতে নিলেন দুই দলের সমর্থকরাই। কারণ, ডার্বি ম্যাচের দিনই উঠল ‘তিলোত্তমা’-র বিচারের দাবি। প্রমাণ দিল, ময়দানও বিচার চায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari