ISL 2026: আইএসএলে এবার জার্মান তারকা! আসন্ন মরশুমের জন্য কোন দলে সই করলেন মার্লন রুস ট্রুজিলো?

Published : Jan 25, 2026, 08:22 PM IST
ISL 2026: আইএসএলে এবার জার্মান তারকা! আসন্ন মরশুমের জন্য কোন দলে সই করলেন মার্লন রুস ট্রুজিলো?

সংক্ষিপ্ত

Kerala Blasters: নয়া মরশুমের আগে কেরালা ব্লাস্টার্স এফসি জার্মান ফরোয়ার্ড মার্লন রুস ট্রুজিলোকে দলে সই করাল। 

Kerala Blasters: আসন্ন আইএসএল মরশুমের আগে দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে জার্মান ফরোয়ার্ড মার্লন রুস ট্রুজিলোকে সই করাল কেরালা ব্লাস্টার্স (kerala blasters latest news)। প্রসঙ্গত, আইএসএল শুরুর দিন নিশ্চিত হতেই কোমর বেঁধে নেমে পড়েছে আইএসএল-এর ক্লাবগুলি। আর সেই জায়গায় দাঁড়িয়ে, পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্সও (kerala blasters transfer news)।

কেরালা ব্লাস্টার্সে জার্মান তারকা

তাই এবার তারা এই জার্মান তারকাকে দলে সই করাল। অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে সমানভাবে খেলতে সক্ষম মার্লনের উপস্থিতি দলের আক্রমণে নতুন গতি ও বৈচিত্র্য নিয়ে আসবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। 

একদিকে যেমন তিনি মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে পারেন, ঠিক তেমনই গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রেও সমান পারদর্শী ২৫ বছর বয়সী এই ফুটবলারটি। স্বাভাবিকভাবেই, ব্লাস্টার্সের কৌশলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। 

অভিজ্ঞতায় ভরপুর মার্লন রুস ট্রুজিলো

উল্লেখ্য, জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব ১. এফএসভি মেইঞ্জ ০৫-এর যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই তারকা এবং পরে তাদের দ্বিতীয় সারির দলের হয়েও খেলেছেন। এরপর তিনি ক্রোয়েশিয়ান ক্লাব এইচএনকে ভুকোভার ১৯৯১-এ যোগ দেন এবং সেখানেও দুর্দান্ত পারফর্ম করেন। ১৩০টি ম্যাচে মাঠে নেমে, ২০টি গোল এবং ২৭টি অ্যাসিস্ট করেছেন ট্রুজিলো। এছাড়াও, জার্মানির অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা মার্লনকে প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।

মার্লনের সই নিয়ে কেরালা ব্লাস্টার্সের সিইও অভীক চ্যাটার্জি জানিয়েছেন, ''মাঠে শান্ত থাকা এবং চাপের মুহূর্তে বিচলিত না হয়ে, সেরা ফুটবলটা উপহার দেওয়ার ক্ষমতা মার্লনের মধ্যে রয়েছে। এটিই তাঁর বিশেষত্ব। আমরা বিশ্বাস করি যে, তিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জয় এনে দিতে পারবেন। আমি মার্লনকে ব্লাস্টার্স পরিবারে স্বাগত জানাই।'' 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sports News: মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে সুন্দরবনে জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত ধারাভাষ্যকার এবং প্রাক্তন ফুটবলাররা
আল-নাসরের হয়ে নতুন রেকর্ড, বিশ্বকাপের আগে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো