Sports News: মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে সুন্দরবনে জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত ধারাভাষ্যকার এবং প্রাক্তন ফুটবলাররা

Published : Jan 24, 2026, 05:26 PM IST
Sports News

সংক্ষিপ্ত

Sports News: মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে অভিনব উদ্যোগ। সুন্দরবন যেন মেতে উঠল মহিলা ফুটবল উৎসবে (mohun bagan fans club news today)।

Sports News: মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে অভিনব উদ্যোগ। সুন্দরবন যেন মেতে উঠল মহিলা ফুটবল উৎসবে (mohun bagan fans club news today)। চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত অষ্টম বর্ষের দুদিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম সেরা নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা (women football tournament)। 

বিভিন্ন জেলার মোট ৮টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় গঙ্গাসাগর থানা বনাম নদিয়ার ধুবুলিয়া উইমেন্স স্টার ফুটবল ফাউন্ডেশন। নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। 

অসাধারণ উদ্যোগ মোহনবাগান ফ্যান্স ক্লাবের

সেখানেও খেলার ফলাফল নির্ধারিত না হওয়ায়, টসের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নদীয়াকে টসে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গঙ্গাসাগর থানা। খেলা শেষে, চ্যাম্পিয়ন দলের হাতে স্বর্গীয় মাখন চন্দ্র মন্ডল এবং স্বর্গীয়া মাতঙ্গিনী মন্ডল স্মৃতি ট্রফি সহ নগদ ২০,০০০ টাকা তুলে দেওয়া হয়। অন্যদিকে, রানার্স দলের হাতে স্বর্গীয় অমিয় গিরি স্মৃতি ট্রফি সহ নগদ ১৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। 

সেইসঙ্গে, এই প্রতিযোগিতার সেরা ফুটবলার তথা চ্যাম্পিয়ন দলের অধিনায়িকা সন্ধ্যা মাইতির হাতে সুদৃশ্য ট্রফি সহ গোল্ডেন বল, মোবাইল ফোন এবং অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতার সেরা গোলকিপার এবং সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হয়। অপরদিকে, এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার প্রদীপ রায়, প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী, মহামেডান স্পোটিং-এর ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, ফুটবল কর্তা সৌরভ পাল, ম্যাচ রেফারি প্রতীক মন্ডল, শিক্ষারত্ন অমল নায়েক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা এবং শুভেন্দু মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

কী বলছেন উদ্যোক্তারা?

এই প্রতিযোগিতা সম্পর্কে চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি সাবির হোসেন শেখ এবং ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি বলেন, “আমাদের ক্লাবের বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান আর বাকি পাঁচটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের মতো নয়। কারণ, আমাদের মূল লক্ষ্য হল, প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার মানুষের ছেলে-মেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।তাই অনুষ্ঠানের প্রথমদিন, সুন্দরবনের বিভিন্ন দ্বীপের প্রায় কয়েকশো মানুষের হাতে নতুন জামাকাপড় তুলে দিয়েছি আমরা। পাশাপাশি সুন্দরবনের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার স্বার্থে তাদের হাতে বই, খাতা এবং পেন তুলে দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে।" 

তারা আরও জানান, “আমাদের এই বাৎসরিক ক্রীড়ানুষ্ঠানে অঙ্কন, তবলা এবং সঙ্গীত প্রতিযোগিতা ছাড়াও রক্তদান শিবির আয়োজিত হয়ে থাকে। আসলে নানারকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবনের মানুষের মনে লুকিয়ে থাকা চিন্তা এবং ভয়কে দূরে সরিয়ে রেখে কয়েকদিনের জন্য হলেও আনন্দ ফিরিয়ে এনেছিলাম আমরা। সুন্দরবনের প্রত্যন্ত দীপাঞ্চলের প্রতিভাববান মহিলা ফুটবলারা ফুটবল পায়ে যাতে রাজ্য তথা দেশের মাঠ কাঁপাতে পারে এবং সম্মান ছিনিয়ে আনতে পারে, সেইসব প্রতিভা গ্রাম থেকে তুলে আনার জন্য আমরা বাসন্তীর চোরাডাকাতিয়া মোহনবাগান ফ্যান্স ক্লাব সবসময় অঙ্গীকার বদ্ধ।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আল-নাসরের হয়ে নতুন রেকর্ড, বিশ্বকাপের আগে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Messi in Kolkata: মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি