মোহনবাগান দিবসে ৬ গোলে জয়, গড়ের মাঠের প্রবাদ ভুল প্রমাণ করল ইস্টবেঙ্গল

Published : Jul 29, 2025, 06:42 PM ISTUpdated : Jul 29, 2025, 07:26 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal FC: এবারের কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2025) ছন্দ হারিয়েছিল ইস্টবেঙ্গল। তবে কলকাতা ডার্বি (Kolkata Derby) জেতার পর ছন্দ ফিরে পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। পরপর দুই ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল।

DID YOU KNOW ?
ইস্টবেঙ্গলের রেকর্ড
সবচেয়ে বেশিবার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে আছে মোহনবাগান।

East Bengal FC: গড়ের মাঠের প্রাচীন প্রবাদ হল, বড় ম্যাচ জেতার পরের ম্যাচে জয় পাওয়া যায় না। বিশেষ করে ইস্টবেঙ্গলের (East Bengal) ক্ষেত্রে এই প্রবাদ অনেকাংশে সত্যি। গত ১০০ বছরে মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে জয় পাওয়ার পরের ম্যাচে এতবার হেরেছে এবং ড্র করেছে ইস্টবেঙ্গল, তাতে সদস্য-সমর্থকরা ধরেই নেন, কলকাতা ডার্বি (Kolkata Derby) জয়ের পরের ম্যাচে পয়েন্ট হারাবে প্রিয় দল। তবে মঙ্গলবার গড়ের মাঠের এই প্রবাদ ভুল প্রমাণিত হল। কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League 2025) ম্যাচে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবকে ৬-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে জয় পাওয়ার পর এই ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে।

ফের গোল ডেভিডের

বেহালার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই লাল-হলুদ ব্রিগেডের দাপট ছিল। ১৮ মিনিটে প্রথম গোল করেন চাকু মাণ্ডি। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান কলকাতা ডার্বিতে জয়সূচক গোল করা ডেভিড লাললানসাঙ্গা। ৩৩ মিনিটে তৃতীয় গোল করেন মহম্মদ আশিক। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে চতুর্থ গোল করেন নাসিব রহমান। ২ মিনিটের মধ্যে ব্যবাধান বাড়ান মার্ক জোথানপুইয়া। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন গুইতে পেকা।

কলকাতা লিগকে গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল

কলকাতা ডার্বিতে মূল দলের একাধিক ফুটবলারকে খেলিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার বেহালার বিরুদ্ধেও ডেভিডদের খেলানো হল। ডুরান্ড কাপে (Durand Cup 2025) লাল-হলুদের দ্বিতীয় ম্যাচ ৬ অগাস্ট। তার আগে যাতে ফুটবলাররা ম্যাচ ফিট থাকেন, সেটা নিশ্চিত করার জন্যই মূল দলের ফুটবলারদের কলকাতা লিগে খেলানো হচ্ছে। এর ফলে যেমন ফুটবলারদের উপকার হচ্ছে, তেমনই কলকাতা লিগে জয়ও পাচ্ছে ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়নশিপ আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এবার চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করার লক্ষ্যে বিনো জর্জের দল। কলকাতা লিগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ শিবির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫ গোলে জয় ইস্টবেঙ্গলের
এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ৫-০ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে ৬-০ জয় পেল লাল-হলুদ।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল