ISL Derby: 'কোচ বললে যেকোনও পজিশনে খেলতে রাজি', ডার্বি জিতেই হুঙ্কার দিলেন স্টেওয়ার্ট

Published : Oct 20, 2024, 02:16 AM ISTUpdated : Oct 22, 2024, 01:45 AM IST

আইএসএল (ISL) ডার্বির রঙ সবুজ মেরুন। চলতি প্রতিযোগিতার (Tournament) মেগা বড় ম্যাচে জয় মোহনবাগানের (Mohun Bagan)।

PREV
110
ইস্টবেঙ্গলকে (East Bengal) ২-০ গোলে হারিয়ে জয় মোহনবাগানের (Mohun Bagan)

গোল করলেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren) এবং দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

210
কার্যত, দুরন্ত ফুটবলে (Football) জয় ছিনিয়ে আনল সবুজ মেরুন ব্রিগেড

মাঝমাঠ থেকে আক্রমণভাগ, সবদিকেই বাজিমাৎ করল জোসে মোলিনার (Jose Molina) ছেলেরা।

310
ম্যাচের সেরা গ্রেগ স্টেওয়ার্টও (Greg Stewart) ভীষণ খুশি

খেলা শেষে জানালেন, “কোচ যেটা বলেছেন, ঠিক সেটাই করেছি।”

410
তিনি আরও যোগ করেছেন

স্টেওয়ার্টের কথায়, “দলের প্রয়োজনে যেকোনও জায়গায় খেলতে রাজি আছি। আমি এই পারফরম্যান্সটাই পরের ম্যাচে করতে চাই।”

510
ওদিকে জেমি ম্যাকলারেন কী জানালেন?

তাঁর কথায়, “এই তিন পয়েন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দলের মধ্যে আসতে আসতে ভারসাম্য তৈরি হচ্ছে। যেটা খুব ভালো একটা দিক।”

610
ম্যাকলারেন (Jamie Maclaren) বলছেন, প্রতিটা ম্যাচেই তিনি গোল করতে চান

তাঁর মতে, “সব ম্যাচেই আমি গোল করতে চাই।”

710
মোহনবাগান (Mohun Bagan) কোচ জোসে মোলিনা (Jose Molina) ছেলেদের খেলায় আপ্লুত

তিনি বলছেন, “ডার্বি (Derby) জিতে আমি খুশি। দল উন্নতি করছে। তবে আত্মবিশ্বাস হারালে চলবে না।”

810
মোলিনা আরও অনেক কিছুই বললেন

তাঁর মতে, “এই পারফরম্যান্সকে ধরে রাখতে হবে। আমাদের আরও ভালো খেলার চেষ্টা করে যেতে হবে।”

910
সবমিলিয়ে, ডার্বি জিতে অনেকটাই এগিয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড

মহামেডানের পর এবার ইস্টবেঙ্গল বধ।

1010
স্বভাবতই খুশি সমর্থকরা (Supporters)

পরপর দুটি বড় ম্যাচে জয় মোহনবাগানের।

click me!

Recommended Stories