ISL FINAL Live Updates: যুবভারতীতে কার্যত মহারণ। ফুটবলে ভারতসেরার লড়াই। মুখোমুখি মোহনবাগান বনাম বেঙ্গালুরু (MBSG vs BFC)। আর সেই মঞ্চেই ইতিহাস রচনা করল সবুজ মেরুন ব্রিগেড।
ISL FINAL Live Updates: এ যেন মোহনবাগান সমর্থকদের কাছে স্বপ্নের রাত। বহু কাঙ্খিত ট্রফি জয়। ভরা যুবভারতীতে ইতিহাস লিখলেন শুভাশিসরা। শনিবার, আইএসএল-এর হাইভোল্টেজ ফাইনালে (ISL 2024-25 Final) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)।
আর সেই ম্যাচ জিতেই, আইএসএল শিল্ডের পর আইএসএল ট্রফিও জিতে নিল বাগান শিবির। এদিন ম্যাচের শুরু থেকেই চাপ দিতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। আর সেই সুবাদেই খেলার পাঁচ মিনিটের মধ্যেই সুযোগ চলে আসে তাদের সামনে। তার কয়েক মুহূর্তের মধ্যেই আবারও চান্স। কিন্তু গোল আসেনি (ISL 2024-25 Final)।
ফের আবার খেলার ১৪ মিনিটে, বেঙ্গালুরু ডিফেন্সের ব্লকিং। এরপর ম্যাচের ১৭ মিনিটে, মনবীরের বিপজ্জনক মাইনাস কোনওমতে রুখে দেন গুরপ্রীত। যেন ঝড়ের গতিতে আক্রমণ শানাচ্ছিলেন শুভাশিসরা (ISL 2024-25 Final Match)।
কিন্তু পাল্টা আক্রমণ তুলে আনতে শুরু করে বেঙ্গালুরুও। খেলার ১৯ মিনিটে, কর্নার থেকে ভেসে আসা বলে সুনীল ছেত্রীর হেড একটুর জন্য প্রতিহত হয়। তার কিছুক্ষণ বাদে নামগিয়াল ভুটিয়ার বাঁক খাওয়া শট তালুবন্দি করেন মোহনবাগান গোলরক্ষক ভিশাল কেইথ। তবে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেনি। ফলে, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই (ISL Mohun Bagan vs Bengaluru FC Live)।
দ্বিতীয়ার্ধে যেন দুই দলই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয়। একদিকে মিস করে বেঙ্গালুরু এবং তার পরক্ষণেই মোহনবাগান।
তারপর জেসন কামিংসের বিষাক্ত ক্রস থেকে হেড মিস করেন মনবীর। কিন্তু ম্যাচের ৪৯ মিনিটে, রায়ান উইলিয়ামসের বাড়ানো বল বক্সের মধ্যে ক্লিয়ার করতে গিয়ে সবুজ মেরুনের আলবার্তো রডরিগেজ আত্মঘাতী গোল করে বসেন। আর সেই সুবাদেই বেঙ্গালুরু এফসি এগিয়ে যায় ১-০ ব্যবধানে (Mohun Bagan vs Bengaluru FC Live Score)।
কিন্তু হাল ছাড়েনি বাগান শিবির। ম্যাচের ৫৭ মিনিটে, একটুর জন্য গোল মিস করেন সেই কামিংস। এরপর লিস্টন এবং অনিরুদ্ধ থাপাকে তুলে নেন সবুজ মেরুন হেডস্যার মোলিনা। মাঠে আসেন আশিক কুরনিয়ান এবং সাহাল আবদুল সামাদ। উল্লেখযোগ্য বিষয় হল, পিছিয়ে পড়েও সমতা ফেরানোর লড়াই জারি রেখেছিল মোলিনার ছেলেরা।
আর ফল মিলল একেবারে হাতেনাতে। সবুজ মেরুনের লাগাতার আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে হাতে বল লাগে বেঙ্গালুরু ডিফেন্ডার চিংলেনসানার। সঙ্গে সঙ্গে রেফারি বাঁশি বাজান এবং পেনাল্টির নির্দেশ দেন। আর সেই পেনাল্টি থেকেই ম্যাচের ৭২ মিনিটে, মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেসন কামিংস (Jason Cummings)। ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১।
শুধু তাই নয়, নির্ধারিত সময়ের একদম শেষদিকে সুযোগ চলে আসে আশিক কুরনিয়ানের কাছেও। কিন্তু গোল হয়নি। এমনকি, জেমি ম্যাকলারেনের কাছেও সুযোগ চলে এসেছিল, তবে ব্যর্থ হন। শেষপর্যন্ত, নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমেও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে (ISL 2024-25 Live)।
আর সেই অতিরিক্ত সময়েই বাজিমাৎ করলেন সবুজ মেরুনের প্রাণভোমরা জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। গ্রেগ স্টেওয়ার্টের পাস থেকে বুদ্ধিদীপ্ত গোল করে যান তিনি। কার্যত, গুরপ্রীতের পায়ের তলা দিয়ে বল চলে যায় জালে (ISL 2024-25 Final Match)।
আর সঙ্গে সঙ্গে গোটা গ্যালারির গর্জন শুরু। কাঁধে কাঁধ মিলিয়ে গুজবাম্পস, ফাটল বাজি এবং মোহন জনতার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। জ্বলে উঠল ফোনের ফ্ল্যাশলাইট। কারণ, মোহনবাগান সেই মুহূর্তে ফাইনালে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। শুধু কি তাই? সবুজ মেরুন জনতার তৈরি একাধিক টিফোতে এদিন ঢেকে গেছিল গোটা যুবভারতী। আর মোহনবাগান ম্যাচ লিড নিতেই সবুজ মেরুন তারাবাতিও জ্বলতে শুরু করল।
তবে দিমিত্রি পেত্রাতোসও কিন্তু সুযোগ পেয়েছিলেন। শেষপর্যন্ত, ২-১ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল ট্রফি জয় সবুজ মেরুন ব্রিগেডের। সত্যিই যেন এক মায়াবী রাত। সবুজ মেরুন জনতার কাছে স্বপ্ন ছোঁয়ার মুহূর্ত।
আর মোহনবাগান দলের কাছে আরও একটা নতুন ইতিহাস লেখার রাত। মোলিনা কিন্তু আজও জয়ের পর শান্ত। তিনি ভীষণ খুশি, কিন্তু আরও অনেকটা পথ যে যেতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।