ISL FINAL EXCLUSIVE: কলকাতায় হাইভোল্টেজ ফাইনাল (ISL Final 2025)। উত্তেজনার পারদ চড়ছে। ঠিক তার আগে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখার্জি।
ISL FINAL EXCLUSIVE: আইএসএল-এর মেগা ফাইনালে (ISL 2024-25 Final) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। আর সেই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচের আগেই মুখ খুললেন একদা সবুজ মেরুন দুর্গের অতন্দ্র শেষ প্রহরী সংগ্রাম মুখার্জি (Sangram Mukherjee)। তাঁর সঙ্গেই মেগা ফাইনালের আগে কথা বলল এশিয়ানেট নিউজ বাংলা।
তবে ফাইনালে কিন্তু বেশ লড়াই করেই উঠতে হয় বাগান শিবিরকে। উল্লেখ্য, সেমিফাইনালে প্রথমে পেনাল্টি থেকে গোল করে সবুজ মেরুনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জেসন কামিংস (Jason Cummings)। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কারণ, এগ্রিগেট অনুযায়ী দুটি লেগ মিলিয়ে তখনও ফলাফল দাঁড়িয়ে ছিল ২-২। ফলে, ফাইনালে যেতে গেলে আরও একটি গোলের প্রয়োজন ছিল তাদের (ISL Semifinal live score)।
আর ঠিক তখনই যেন কার্যত, ম্যাজিক দেখান ম্যাজিকাল বয় আপুইয়া রালতে। ম্যাচের অতিরিক্ত সময়ে, বাজিমাৎ করেন তিনি (Apuia Ralte)। তাঁর জয়সূচক গোলেই ফাইনালে পৌঁছে যায় সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan vs Jamshedpur FC Live Score)। বলা চলে, রীতিমতো দুরন্ত লড়াই করেই ফাইনালে জায়গা পাকা করে নেয় মোহনবাগান (Mohun Bagan)।
আর সবুজ মেরুন জার্সিতে এইরকমই একাধিক লড়াইয়ের সাক্ষী থেকেছেন মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক (Goalkeeper) সংগ্রাম মুখার্জি। সে আই লিগ হোক কিংবা ফেডারেশন কাপ, তিন কাঠির নিচে দাঁড়িয়ে বহুবার দুর্ভেদ্য হয়ে উঠেছেন তিনি (Mohun Bagan vs Bengaluru FC ISL Final)। টাইব্রেকারে রুখে দিয়েছেন বিপক্ষের শট। আজ তাঁর জায়গায় গোলের নিচে দাঁড়াবেন ভিশাল কেইথ। স্বাভাবিকভাবেই, কথা বলার সময় আবেগঘন সেইসব পুরনো মুহূর্ত আসতে বাধ্য। অনেকটা যেন ছোটবেলায় ফিরে যাওয়ার মতো বিষয় (Mohun Bagan vs Bengaluru FC Live Score)।
এশিয়ানেট নিউজ বাংলাকে সংগ্রাম জানালেন, “অবশ্যই আমি চাইব যেন মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। শিল্ডের সঙ্গে এবার কাপটাও পাক এবং মোহনবাগান জয়ের ধারা অব্যাহত রাখুক। দলে শুভাশিস আছে। ওকে নিয়ে আমাদের একটা বাঙালি আবেগ রয়েছে। তাই ওর হাতে কাপটা উঠুক এবং মোহনবাগান জনতা যাতে খুশি মনে বাড়ি ফিরতে পারে এটাই চাই।”
তাঁর কথায়, “অবশ্যই এটা একটা কঠিন ম্যাচ। কারণ, বিপক্ষে বেঙ্গালুরুর মতো দল। ওখানে সুনীল আছে। খুবই সতর্কভাবে খেলতে হবে। এত সমর্থকের সামনে খেলতে হয়, ফলে সত্যিই একটা চাপ কাজ করে ফুটবলারদের মধ্যে। তবে ভিশাল কেইথ খুব ভালো ফর্মে রয়েছে। মোহনবাগানের শেষ দুর্গ। আশা করি, ম্যাচ টাইব্রেকারে গেলে নিশ্চয়ই চাপ কাটিয়ে নিজের সেরাটা দিতে পারবে ও।”
সবমিলিয়ে, আইএসএল ফাইনালকে ঘিরে উচ্ছ্বসিত প্রাক্তনরাও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।