আইএসএল-এর (ISL 2024-25) মেগা ডার্বিতে কার্যত, ইস্টবেঙ্গলকে (East Bengal) নাস্তানুবুদ করে হারিয়েছে মোহনবাগান (Mohun Bagan)।
আইএসএল-এর (ISL 2024-25) মেগা ডার্বিতে কার্যত, ইস্টবেঙ্গলকে (East Bengal) নাস্তানুবুদ করে হারিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। মাঝমাঠ থেকে রক্ষণ এবং আক্রমণভাগ, সবক্ষেত্রেই লাল হলুদকে জোরালো টেক্কা দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আর এরপরেই মুখ খুলেছেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত (Debashis Dutta)।
প্রসঙ্গত, গোটা ম্যাচে ইস্টবেঙ্গলকে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে প্রথম গোলটি করেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। আর দ্বিতীয় গোলের ক্ষেত্রে অবদান সেই দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos)। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দুই গোলমেশিনই আরও একবার জাত চেনালেন নিজেদের। অন্যদিকে, পুরো ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন গ্রেগ স্টেওয়ার্ট (Greg Stewart)। সেইসঙ্গে, দলের খেলায় বেজায় খুশি কোচ জোসে মোলিনাও (Jose Molina)।
আরও পড়ুনঃ
ISL Derby: 'কোচ বললে যেকোনও পজিশনে খেলতে রাজি', ডার্বি জিতেই হুঙ্কার দিলেন স্টেওয়ার্ট
আর এই ডার্বি জয়ের পরেই মুখ খোলেন সবুজ মেরুন কর্তা দেবাশিস দত্ত। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সবসময় জানি, লিগ টেবিলের শেষ দল যখন প্রথম দলের সঙ্গে খেলতে নামে, তখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। সেইরকম কিছুই আমি দেখতে পেলাম না। এমনকি, সেইরকম জান লড়িয়ে দেওয়ার মতোও কিছু চোখে পড়ল না। দুঃখের বিষয়!”
তাঁর কথায়, “মস্তানি করে ফুটবল হয় না। ফুটবলটা মাঠে খেলতে হয়। এইসব যারা বলে, তারা ফুটবল বোঝে না। মোহনবাগান ভালো খেলেছে, তাই জিতেছে। তবে ইস্টবেঙ্গলের গোলকিপারের প্রশংসা করব। দারুণ খেলেছে। কিন্তু মোহনবাগান আরও বেশি গোল করতে পারত।”
দেবাশিস দত্তের মতে, “ম্যাকলারেন-স্টেওয়ার্ট জুটি অসাধারণ খেলছে এই মরশুমে। মোহনবাগানে ব্যারেটোর পর সনি নর্ডি এসেছিল। এরপর গ্রেগ স্টেওয়ার্ট। ব্যারেটোর পর কাউকে যদি বসাতে হয়, তাহলে সেটা গ্রেগ স্টেওয়ার্ট। মরশুম শেষে মিলিয়ে নেবেন। ও অনেক বড় প্লেয়ার। আমরা পরপর দুটো ম্যাচ কোনও গোল খায়নি। আমি ভীষণ খুশি। আমাদের দলে যে মানের ফুটবলাররা রয়েছে, তাদের সাথে পেরে ওঠা বেশ কঠিন।”
আরও পড়ুনঃ
ISL: ইস্টবেঙ্গলের অসুখ কি তিনি ধরে ফেলেছেন? ম্যাচ হেরেও অস্কারের গলায় ইতিবাচক দিক
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।