ISL: পরপর ম্যাচ হেরে বেজায় চাপে মহমেডান কোচ! বেঙ্গালুরু ম্যাচ যেন কার্যত অগ্নিপরীক্ষা

Published : Nov 11, 2024, 04:13 PM ISTUpdated : Nov 11, 2024, 04:14 PM IST
Andrey Chernyshov

সংক্ষিপ্ত

ডার্বিতে ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও হারাতে পারেনি মহামেডান। 

বলা যেতে পারে, শনিবার যুবভারতীতে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে মহামেডান। নয়জনের দলকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ সাদা-কালো ফুটবলাররা। এরপর স্বাভাবিকভাবেই কোচের উপর থেকে আস্থা হারাচ্ছেন সমর্থকরা।

প্রথমে মোহনবাগানের কাছে হার, তারপর হায়দ্রাবাদের বিরুদ্ধে ধরাশায়ী হওয়া এবং সবশেষে নয় জনের ইস্টবেঙ্গলকে সামনে পেয়েও গোল করতে না পারা। এখন তো কোচের স্ট্রাটেজি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর এরপরের ম্যাচেই মহামেডানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচেও যদি এমন পারফরম্যান্স দেখা যায়, তাহলে কোচের ভবিষ্যত নিয়েই শুরু হয়ে যাবে টানাটানি।

তবে এটাও ঠিক যে, সমস্যা আছে টাকাপয়সা নিয়ে। কারণ, এই মুহূর্তে যদি চেরনিশভকে সরিয়ে দেওয়া হয় তাহলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে মহামেডানকে। যেটা এই মুহূর্তে একদমই দিতে চাইছেন না তারা।

উল্লেখ্য, হায়দ্রাবাদ ম্যাচের পরেই কোচকে নিয়ে একটি দীর্ঘ বৈঠক হয়। কিন্তু এই মুহূর্তে সমর্থকরাও আস্থা হারাচ্ছেন কোচের উপর থেকে। তারই প্রতিফলন দেখা গেছে চেরনিশভের নামে ‘গো ব্যাক’স্লোগান ওঠায়। পুরো বিষয়টির উপর নজর রাখতে চাইছেন কর্তারা। আপাতত দলের ফুটবলারদের চারদিনের ছুটি দিয়েছেন চেরনিশভ।

এই মুহূর্তে লিগ তালিকার একেবারে শীর্ষে রয়েছেন সুনীল ছেত্রীরা। এমন পরিস্থিতিতে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে মহামেডানের বিরুদ্ধে নামতে চলেছেন তারা। অন্যদিকে মহামেডান রক্ষণের অন্যতম ভরসা জোসেফ আদজেইও চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন। তিনিও যদি বেঙ্গালুরু ম্যাচে না ফিরতে পারেন, তাহলে যথেষ্টই চাপে থাকবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে