Italian Super Cup 2025: রিয়াধের বুকে বসছে ইতালীয় সুপার কাপ ফুটবলের আসর? রইল বিস্তারিত

Published : Sep 21, 2025, 03:20 PM IST
Italian Super Cup 2025: রিয়াধের বুকে বসছে ইতালীয় সুপার কাপ ফুটবলের আসর? রইল বিস্তারিত

সংক্ষিপ্ত

Italian Super Cup 2025: এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ আগামী ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

Italian Super Cup 2025: ইতালিয়ান সুপার কাপ ফুটবলের আসর আবারও বসতে চলেছে সৌদি আরবের রিয়াধে (Italian Super Cup Riyadh)। জানা যাচ্ছে, সবকটি ম্যাচের আয়োজনই এবার রিয়াধে হতে চলেছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত (italian super cup winners)। 

ইতালিয়ান সুপার কাপের আসর

আসন্ন এই প্রতিযোগিতায় নাপোলি, বোলোনিয়া, ইন্টার মিলান এবং এসি মিলানের মতো চারটি বড় দল অংশগ্রহণ করবে বলে খবর। এই নিয়ে ষষ্ঠবারের জন্য সৌদি আরবের বুকে ইতালিয়ান সুপার কাপের আসর বসতে চলেছে।

এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ আগামী ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি বছরের লিগ সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলি, কোপা ইতালিয়া বিজয়ী বোলোনিয়া, লিগের রানার্স-আপ দল ইন্টার মিলান এবং কোপা ইতালিয়া রানার্স-আপ দল এসি মিলান, মূলত এই চারটি বড় দল টুর্নামেন্টে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে।

সৌদি ক্রীড়া মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকিট বিক্রি শুরু করে দেওয়া হবে। অন্যদিকে, আসন্ন এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে ১৮ এবং ১৯ ডিসেম্বর। এরপর ফাইনাল খেলা হবে ২২ ডিসেম্বর।

টুর্নামেন্টের শিরোপা দখল করে এসি মিলান

তবে স্টেডিয়াম সংক্রান্ত তথ্য পরে জানানো হবে বলে খবর। গত ২০১৮ সালে জেদ্দায়, সৌদি আরবে প্রথমবার ইতালিয়ান সুপার কাপের আয়োজন করা হয়েছিল। সেই বছর, এসি মিলানকে হারিয়ে শিরোপা জেতে জুভেন্টাস। তারপর ২০১৯ সালে, টুর্নামেন্টটি রিয়াধে স্থানান্তরিত করা হয়। এরপর আবার ইন্টার মিলান ২০২২ এবং ২০২৪ সালে শিরোপা ছিনিয়ে নেয়। এমনকি, ২০২৫ সালের জানুয়ারি মাসে, অনুষ্ঠিত হওয়া গত টুর্নামেন্টের শিরোপা দখল করে এসি মিলান।

এবার কে জিতবে? সেটাই দেখার বিষয়। কারণ, ইতালিয়ান সুপার কাপ ফুটবলের আসর আবারও বসতে চলেছে সৌদি আরবের রিয়াধে। সবকটি ম্যাচের আয়োজনই এবার রিয়াধে হতে চলেছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল