কলিঙ্গ সুপার কাপে কঠিন গ্রুপে থাকলেও, পরপর ২ ম্যাচ জিতে ভালো জায়গায় ইস্টবেঙ্গল। ১৯ জানুয়ারি কলকাতা ডার্বির আগে লাল-হলুদ জার্সির চমক দেখে সদস্য-সমর্থকরা উচ্ছ্বসিত।
কলিঙ্গ সুপার কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে এবং পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে লাল-হলুদের জয়ের ব্যবধান বাড়ত। দ্বিতীয়ার্ধের শুরুতে হঠাৎ গুটিয়ে না গেলেও হয়তো ব্যবধান বাড়াতে পারত ইস্টবেঙ্গল। শেষমুহূর্তে অজয় ছেত্রী শ্রীনিধি ডেকানকে পেনাল্টি উপহার না দিলে ২-০ জয় পেত লাল-হলুদ। তবে ছোট-খাটো ভুল-ত্রুটি বাদ দিলে এদিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল। ফলে কলকাতা ডার্বির আগে উত্তেজনা বেড়ে গিয়েছে। রবিবার কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ২-১ গোলে হেরে যায় হায়দরাবাদ এফসি। এবার ইস্টবেঙ্গলের কাছে হেরে গেল শ্রীনিধি ডেকান। ফলে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল হায়দরাবাদের দুই দল। এই গ্রুপ থেকে কলকাতার কোনও একটি দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
৬ বিদেশিতে লাল-হলুদের বাজিমাত
আই লিগের অন্যতম সেরা দল শ্রীনিধি ডেকান প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে সমস্যায় ফেলে দিয়েছিল। সে কথা মাথায় রেখেই এদিন প্রথম একাদশে ৬ জন বিদেশিকে রাখেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর এই কৌশল কাজে দেয়। প্রথমার্ধে লাল-হলুদের নিরঙ্কুশ দাপট ছিল। ১২ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নিশু কুমারের ক্রসে অসাধারণ হেডে জালে বল জড়িয়ে দেন হিজাজি মাহের। এরপর ৩১ মিনিটে ব্যবধান বাড়ায় লাল-হলুদ। বেশ কিছুদিন পর গোল পেলেন স্প্যানিশ স্ট্রাইকার হেভিয়ের সিভেরিও টোরো। তিনি বাঁ পায়ের জোরালো শটে হায়দরাবাদের জাল কাঁপিয়ে দেন। শটটি অবশ্য হায়দরাবাদের এক ফুটবলারের গায়ে লেগে দিক পরিবর্তন করে। তবে সিভেরিওর প্রচেষ্টা প্রশংসনীয়। ৯০ মিনিটে হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান উইলিয়াম ডি অলিভিয়েরা।
কলকাতা ডার্বি ড্র করলেই সেমি-ফাইনালে লাল-হলুদ
কলিঙ্গ সুপার কাপে এখনও পর্যন্ত ২ ম্যাচে ৫ গোল করে ৩ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্ট ২ ম্যাচ খেলে ৪ গোল করে ২ গোল খেয়েছে। ফলে কলকাতা ডার্বি ড্র হলে সেমি-ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Manchester City: নিউক্যাসলের বিরুদ্ধে শেষমুহূর্তের গোলে জয়, প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে ম্যান সিটি
AFC Asian Cup: ডোবালেন গুরপ্রীত সিং সান্ধু, এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের