Kalinga Super Cup: মরসুমের দ্বিতীয় নক-আউট টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্যে ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে লাল-হলুদ।

Soumya Gangully | Published : Jan 8, 2024 3:49 PM IST / Updated: Jan 08 2024, 09:49 PM IST

চলতি মরসুমে ডুরান্ড কাপ ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল। আইএসএল-এও লড়াই করছে লাল-হলুদ। এবার মরসুমের দ্বিতীয় নক-আউট টুর্নামেন্ট সুপার কাপেও ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। সোমবার সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ বলেছেন, 'আমরা এই টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছি। আমাদের দলের সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। আমরা জিততে চাই। আমাদের গ্রুপ অত্যন্ত কঠিন। একটি গ্রুপই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। গত টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলেছিলাম। এবারও লড়াই করে ফাইনালে পৌঁছতে চাই। এটাই আমাদের লক্ষ্য।'

কলকাতা ডার্বি নিয়ে উত্তেজনা শুরু

Latest Videos

মঙ্গলবার সুপার কাপের প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এরপর ১৪ জানুয়ারি গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে লাল-হলুদ। তারপর ১৯ জানুয়ারি কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে জয় ছিনিয়ে নেয় ১০ জনের সবুজ-মেরুন। এবার চলতি মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি হতে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্টের ৭ জন ফুটবলার জাতীয় শিবিরে। ৩ জন চোটের জন্য মাঠের বাইরে। এই পরিস্থিতিতে কি ইস্টবেঙ্গলের সামনে ডার্বি জয়ের সুবর্ণ সুযোগ? কুয়াদ্রাতের জবাব, 'ওদের দলের কয়েকজন জাতীয় শিবিরে। কয়েকজন ফুটবলারের চোট। আমাদের দলেরও ২ জন জাতীয় শিবিরে আছে। আমাদের কয়েকজন ফুটবলার চোট পেয়েছে। তবে সব দলেই ৬ জন করে বিদেশি ফুটবলার আছে। এই ধরনের পরিস্থিতি যে আসতে পারে, সেটা সবাই জানে। সব দলের সেভাবেই তৈরি হওয়ার কথা। ৬ জন বিদেশি ও ভারতীয় ফুটবলারদের নিয়ে সব দলই লড়াই করবে। আমরাও লড়াই করার জন্য তৈরি। মোহনবাগান সুপার জায়ান্ট খুব ভালো দল। কলকাতা ডার্বিতে লড়াই হবে।'

সমর্থকদের জন্য লড়াইয়ের বার্তা কুয়াদ্রাতের

কলকাতা ডার্বির দিকে সবসময়ই সমর্থকদের নজর থাকে। এই ম্যাচ সম্মানের লড়াই। সে কথা মাথায় রেখেই দলকে তৈরি করছেন কুয়াদ্রাত। তিনি জানিয়েছেন, তাঁর দল লড়াই করতে তৈরি। সমর্থকদের কথা ভেবেই খেলবে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kalinga Super Cup: মঙ্গলবার সুপার কাপের প্রথম ম্যাচে সামনে হায়দরাবাদ, তৈরি ইস্টবেঙ্গল

Kalinga Super Cup: সাদিকু-কামিংসের বড় পরীক্ষা, সুপার কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট

East Bengal: কলকাতা লিগে খেলেই ফর্ম ফিরে পেয়েছেন, জানালেন সৌভিক চক্রবর্তী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো