Kalinga Super Cup 2025: সুপার কাপের প্রথম ম্যাচে বাই পেল মোহনবাগান, ইস্টবেঙ্গলের ম্যাচের সময় বদল

Published : Apr 18, 2025, 06:33 PM ISTUpdated : Apr 18, 2025, 07:01 PM IST
Naorem Mahesh Singh

সংক্ষিপ্ত

East Bengal FC: রবিবার কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2025) প্রথম ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। এই ম্যাচের সময় বদল করা হয়েছে।

Kalinga Super Cup 2025 Schedule: কলিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025) শুরু হচ্ছে রবিবার। প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সূচিতে বদল আনার কথা ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। প্রথম ম্যাচে বাই পাচ্ছে আইএসএল (Indian Super League) চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কারণ, আই লিগ (I League) নিয়ে ফেডারেশনের সঙ্গে টানাপোড়েনের জেরে কলিঙ্গ সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers FC Goa)। রবিবার রাত আটটায় মোহনবাগান সুপার জায়ান্ট-চার্চিল ব্রাদার্স ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ হচ্ছে না। সরাসরি কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন ব্রিগেড। ফলে কয়েকদিন বিশ্রাম পাচ্ছেন আইএসএল চ্যাম্পিয়নরা।

ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি বদল

রবিবার বিকেল সাড়ে চারটেয় কলিঙ্গ সুপার কাপের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র (Kerala Blasters FC) মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal FC)। মোহনবাগান সুপার জায়ান্ট-চার্চিল ব্রাদার্স ম্যাচ ভেস্তে যাওয়ায় ইস্টবেঙ্গল-কেরালা ব্লাস্টার্স ম্যাচের সময় বদল করা হল। বিকেলের বদলে এই ম্যাচ শুরু হবে রাত আটটায়।

কোয়ার্টার-ফাইনালে কলকাতা ডার্বি?

গতবার কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ডার্বিতে (Kolkata Derby) ৩-১ জয় পায় লাল-হলুদ ব্রিগেড। এবার সরাসরি নক-আউট ফর্ম্যাটে হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। ইস্টবেঙ্গল যদি প্রথম ম্যাচে জয় পায়, তাহলে কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আইএসএল-এ এখনও পর্যন্ত কলকাতা ডার্বিতে জয় পায়নি ইস্টবেঙ্গল। মাত্র একটি ম্যাচ ড্র হয়েছে। বাকি সব ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি হলে গতবারের মতোই জয় পাওয়ার লক্ষ্যে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তবে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক বেশি আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লাল-হলুদের কাজ সহজ হবে না। আপাতত রবিবারের ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?