Mohun Bagan Transfer Update: আবার ছুটবে পালতোলা নৌকা, মোহনবাগানে আসছেন এই বিদেশি?

Published : Apr 19, 2025, 06:52 PM ISTUpdated : Apr 19, 2025, 10:53 PM IST
MOHUN BAGAN

সংক্ষিপ্ত

Mohun Bagan Transfer Update: গত মরশুমে এসেছে জোড়া ট্রফি। একদিকে আইএসএল শিল্ড (ISL Shield) এবং অপরদিকে আইএসএল লিগ টাইটেল (ISL Trophy)।

Mohun Bagan Transfer Update: মোহনবাগানের (Mohun Bagan) লক্ষ্য আগামী মরশুমেও সেই ধারাবাহিক সাফল্যকে বজায় রাখা। কারণ, একাধিক প্রতিযোগিতায় খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। তাই আসন্ন মরশুমের জন্য দ্রুত দল গোছানোর কাজ শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট (Mohun Bagan Transfer Update)।

তবে দলের বেশিরভাগ ফুটবলারের সঙ্গে আগেই দীর্ঘমেয়াদী চুক্তি সেরে রেখেছে তারা। তাই দলে বিশাল কিছু বদল হয়ত ঘটবে না। সেক্ষেত্রে টিম কম্বিনেশন এবং দলের মধ্যে এই দুরন্ত বোঝাপড়াকে কাজে লাগিয়েই আসন্ন মরশুমে এএফসি এবং আইএসএল সহ অন্যান্য প্রতিযোগিতায় খেলতে নামার পরিকল্পনা করছে সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan Player Transfer News)।

তবে শোনা যাচ্ছে, একজন লাতিন আমেরিকান ফুটবলার মোহনবাগানের রাডারে রয়েছেন। তাঁকে আবার কোচ জোসে মোলিনারও বেশ পছন্দ। সূত্রের খবর, সেই জায়গায় দাঁড়িয়েই আদ্রিয়ান লুনার (Adrian Luna) নাম চলে এসেছে। তিনি গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) জার্সিতে খেলেছেন।

পরিসংখ্যান বলছে, ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারটি সতীর্থদের দিকে ৬৭৫টি সফল পাস বাড়িয়েছেন। শুধু তাই নয়, তাঁর নামের পাশে রয়েছে ৬টি অ্যাসিস্টও। এছাড়াও লুনার ঝুলিতে রয়েছে ১৮টি ইন্টারসেপশন, ১১টি ক্লিয়ারেন্স এবং তিনি দলের জন্য তৈরি করেছেন মোট ৫৫টি সুযোগ। সুতরাং, তিনি দলে আসলে মোহনবাগানের বেঞ্চ এবং প্রথম একাদশ দুইই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে (Mohun Bagan Transfer Update)।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, লাতিন আমেরিকার এক ফুটবলারকে নিয়ে কথাবার্তা চলছে কর্তাদের (Team Official) মধ্যে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে, আদ্রিয়ান লুনার দলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর একটা স্পষ্ট ধারণাও রয়েছে এবং আইএসএলেও খেলেছেন। ফলে, বিষয়টা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, ব্যাপারটা এখনও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, লুনা আবার মোহনবাগানের অন্যতম সেরা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটির হয়েও খেলেছেন। মূলত তিনি খেলেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। আর মেলবোর্নের হয়ে গোলও ছিল তাঁর। এখন দেখার বিষয় এটিই যে, উরুগুয়ের এই ফুটবলারটিকে শেষপর্যন্ত মোহনবাগান সই করায় কিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?