Kevin De Bruyne: সব জল্পনার অবসান! ম্যাঞ্চেস্টার সিটি ছাড়তে চলেছেন কেভিন ডি ব্রুয়েনা, কোন ক্লাবে যোগ দিচ্ছেন?

Published : Apr 04, 2025, 11:55 PM IST
Kevin De Bruyne

সংক্ষিপ্ত

Kevin De Bruyne: বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বিরাট আপডেট। কারণ, এই জল্পনাটা অনেকদিন ধরেই চলছিল।

Kevin De Bruyne:  ক্লাব ছাড়ছেন তিনি? অন্তত সেইরকমই গুঞ্জন উঠছিল। তবে এবার আর সেটা জল্পনা রইল না। কার্যত, ম্যাঞ্চেস্টার সিটি (Manchester CIty) ছাড়তে চলেছেন কেভিন ডি ব্রুয়েনা (Kevin De Bruyne)। শুক্রবার, তিনি ঘোষণা করে দিয়েছেন ক্লাব ছাড়ার কথা। অর্থাৎ, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

 

 

সেই গত ২০১৫ সালে, ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন ব্রুয়েনা। ইংল্যান্ডের এই ঐতিহ্যশালী ক্লাবের হয়ে মোট ৬টি প্রিমিয়ার লিগও জিতেছেন এই তারকা ফুটবলার। যদিও ৩৩ বছর বয়সী এই ফুটবলার গত কয়েকটি মরশুম ধরে চোট-আঘাতে বারবার ভুগছিলেন।

ব্রুয়েনা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, চলতি মরশুম শেষ হলেই ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। এই বেলজিয়ান সুপারস্টার সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, “ম্যাঞ্চেস্টার সিটিতে এটাই আমার শেষ মাস। আসলে এই বিষয়ে কিছু লেখা একদমই সহজ বিষয় নয় আমার জন্য। যেকোনও ফুটবলারের জীবনে এই দিনটা আসেই। শেষপর্যন্ত, চলেই এল সেই দিনটি। এই শহর, এই ক্লাব এবং সমর্থকরা আমাকে সবকিছু দিয়েছে। তাই সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না আমার।”

তিনি আরও যোগ করেছেন, “আমরা সবকিছু জিতেছি একটা দল হিসেবে। তবে এবার হয়ত বিদায় জানানোর সময় এসে গেছে। এই ১০ বছরের দীর্ঘ যাত্রার জন্য শহর, ক্লাব, কর্মী, সতীর্থ, বন্ধুবান্ধব এবং আমার পরিবারকে অনেক ধন্যবাদ। আসলে প্রতিটা গল্পেরই শেষ হয়। আসুন, শেষের এই মুহূর্তগুলিকে উপভোগ করি।”

প্রসঙ্গত, সিটির হয়ে মোট ১৬টি ট্রফি জিতেছেন ব্রুয়েনা। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট ৪১৩টি ম্যাচে ১০৬টি গোল করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হল, এবার তিনি কোন ক্লাবে যোগ দেবেন। তাঁর এই ঘোষণার পরেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?