World Richest Footballer: সম্পত্তির পরিমাণে বিরাট-ধোনি তাঁদের কাছে ফিকে, ছবিতে চিনুন বিশ্বের সেরা ধনী ফুটবল প্লেয়ারদের

Published : Jun 12, 2025, 12:40 PM IST

Football News: ফুটবলারদের কাছে অর্থের কোনও অভাব নেই। বিশ্বে একের পর এক ফুটবলার আছেন যারা আয়ের দিক থেকে বিশ্ববিখ্যাত। আসুন, আমরা আপনাদের এমন কিছু ফুটবলারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখুন ফটো গ্যালারিতে…  

PREV
17
ফুটবল বিশ্বের জনপ্রিয় খেলা

ক্রিকেটের কথা বললে দেশের প্রতিটি গলিতে একজন ক্রিকেটার পাওয়া যাবে। কিন্তু ফুটবলের বিশ্বব্যাপী মান আছে। এই খেলাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলা হলে কম বলা হয়। এই খেলায় খেলোয়াড়দের উপর টাকার বন্যা বয়ে যায়। জানেন বিশ্বের সবথেকে ধনী ফুটবলার কারা? রইল তালিকা। 

27
সর্বাধিক আয় করেন যে ফুটবলাররা

আজ আমরা আপনাদের এমন পাঁচজন ফুটবলার সম্পর্কে জানাবো যারা আয়ের দিক থেকে বিশ্ববিখ্যাত। তাদের মধ্যে একজনের এত সম্পদ আছে যে ক্রিকেটার বিরাট কোহলিও তার কাছাকাছি নেই।

37
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্বের প্রতিটি ফুটবল প্রেমী চেনেন। আল নাসের ক্লাবের হয়ে খেলারোনাল্ডো আয়ের দিক থেকে অনন্য। ৩৯ বছর বয়সী এই ফুটবলারের মোট সম্পত্তির পরিমাণ ২৮৫ মিলিয়ন ডলার।

47
লিওনেল মেসি

লিওনেল মেসিও বিশ্বের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়, যিনি খেলার সঙ্গে সঙ্গে আয়ের দিক থেকেও বেশ এগিয়ে। তিনি দ্বিতীয় সর্বাধিক আয় করেন এমন ফুটবলার। ২০২৪ সালের হিসেব অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ ১৩৫ মিলিয়ন ডলার।

57
নেইমার জুনিয়র

তৃতীয় স্থানে আছে আরেক বিখ্যাত ফুটবলার নেইমার জুনিয়র। নেইমার আল হিলালের হয়ে খেলেন। তার আয় প্রায় ১১০ মিলিয়ন ডলার। তার আয়ের প্রধান উৎস পুমা এর মতো কোম্পানির বিজ্ঞাপন করা।

67
করিম বেনজেমা

সর্বাধিক আয় করেন এমন ফুটবলারদের তালিকায় করিম বেনজেমা চতুর্থ স্থানে আছেন। রিপোর্ট অনুযায়ী, তার সম্পত্তির পরিমাণ ১০৪ মিলিয়ন ডলার। তিনি আল ইতিহাদের হয়ে খেলেন। তার আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন।

77
কিলিয়ান এমবাপে

এই তালিকায় পঞ্চম স্থানে আছেন আরেক বিখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফুটবলারের সম্পত্তির পরিমাণ ৯০ মিলিয়ন ডলার। তাঁর বয়স মাত্র ২৫ বছর।

Read more Photos on
click me!

Recommended Stories