হঠাৎ কেন এডমুন্ডেই মন মজল লাল হলুদের?
এক সময়ে লাল হলুদ জার্সি গায়ে মাঠ কাঁপানো ফুটবলারকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে বর্তমানে ভারতের এই ফরোয়ার্ড মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে থাকেন। তাছাড়াও যেকোনও পরিস্থিতিতে বিপক্ষের টপবক্সে উঠে এসে প্রতিপক্ষকে বিপদে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে লালরিন্দিকার।