East Bengal News: ইস্টবেঙ্গলে ফিরছেন মাঠ কাঁপানো ফুটবলার! এখন থেকেই চিন্তায় বাকি দুই প্রধান

Published : Jun 09, 2025, 09:10 AM ISTUpdated : Jun 09, 2025, 10:26 AM IST

নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে? তা নিয়েই এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। কারণ প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিতে ইস্টবেঙ্গলে ফিরছেন মাঠ কাঁপানো ভয়ঙ্কর ফুটবলার! জানেন তাঁর নাম কি?

PREV
110

গত মরসুমে ইস্টবেঙ্গলের (East Bengal FC) ব্যর্থতা কোন পর্যায়ে পৌঁছেছিল তা জানতে বাকি নেই কারোরই।

210

ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে কলিঙ্গ সুপার কাপ, সব যাত্রায় ব্যর্থতার নাম হয়ে উঠেছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে সেই ব্যর্থতা ভুগিয়েছে কোচ অস্কার ব্রুজোর দলকে।

310

তাই পুরনো যন্ত্রণা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে লাল হলুদ ব্রিগেড। সেই মতোই চলছে দক্ষ ফুটবলারদের খোঁজ।

410

এমতবস্থায়, প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিতে ইস্টবেঙ্গলে ফিরছেন এক প্রাক্তন ফুটবলার।

510

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, ওই ফুটবলারের সঙ্গে বেশ কয়েক দফা কথা হয়ে গেছে কলকাতা ময়দানের এই প্রধানের।

610

আপাতত যা খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গল শিবিরে ভিড়তে পারেন ভারতের এই তারকা ফরোয়ার্ড।

710

বারবার যে নামটা উঠে আসছে সেই প্রাক্তন ফুটবলার এডমুন্ড লালরিন্দিকাকে সই করাতে এবার একপ্রকার ঝাঁপিয়ে পড়েছে ইস্টবেঙ্গল।

810

এডমুন্ডকে শীঘ্রই দলে ফেরাবে ইস্টবেঙ্গল

শোনা যাচ্ছে, ইন্টার কাশির হয়ে খেলা এই পুরনো সঙ্গীকে আরও একবার সুযোগ দিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট।

910

হঠাৎ কেন এডমুন্ডেই মন মজল লাল হলুদের?

এক সময়ে লাল হলুদ জার্সি গায়ে মাঠ কাঁপানো ফুটবলারকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে বর্তমানে ভারতের এই ফরোয়ার্ড মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে থাকেন। তাছাড়াও যেকোনও পরিস্থিতিতে বিপক্ষের টপবক্সে উঠে এসে প্রতিপক্ষকে বিপদে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে লালরিন্দিকার।

1010

আইলিগ ও সুপার কাপের মঞ্চে বারবার সেইসব স্কিলের প্রমাণ দিয়েছেন লাল হলুদ প্রাক্তনী। মনে করা হচ্ছে মূলত খেলোয়াড়ের এমন দক্ষতা দেখেই তাঁকে ফের দলে নিতে চাইছে ইমামির মালিকানাধীন ইস্টবেঙ্গল।

Read more Photos on
click me!

Recommended Stories