Mohun Bagan vs East Bengal: কলকাতা লিগের মেগা ডার্বি। শনিবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই।
ইতিমধ্যেই সব টিকিট ‘সোল্ড আউট' অর্থাৎ, স্টেডিয়াম থাকবে কানায় কানায় পূর্ণ। ভরা গ্যালারির সামনেই খেলতে নামবে দুই প্রধান। বড় ম্যাচের আগে দুই দলই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।
ম্যচের আগে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজা জানিয়েছেন, “আমরা ভালো খেলছি এবং ছেলেদের প্র্যাকটিসও ভালো হয়েছে। কলকাতা লিগে এই মুহূর্তে আমরা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছি। আসন্ন ডার্বিতে বেশ কিছু সিনিয়র ফুটবলারও মাঠে নামবেন। সুহেইল ভাট, দীপেন্দু বিশ্বাস এবং কিয়ান নাসিরিকে আমরা কাল খেলাব। এটা অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামব এবং জিতেই মাঠ ছাড়তে চাই।"
অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়েছেন, "“ডার্বি আসলে একটা ফুটবল যুদ্ধ৷ আর সেখানে জয় ছাড়া আমরা আর কিছু ভাবতে চাই না। দলের ফুটবলাররা পুরো পরিস্থিতি ভালো করেই বুঝতে পারছে। তাছাড়া সমর্থকদের কাছে কলকাতা ডার্বির গুরুত্ব অপরিসীম। দল জিতলে, সেই জয়ের আনন্দে তারা হাসে এবং খুশি হয়। ঠিক সেইরকমই হেরে গেলে কাঁদে। অতএব, তাদের কথা মাথায় রেখেই আমাদের জয়ের জন্য ঝাঁপাতে হবে।”
এবার কলকাতা লিগের ডার্বি পরিচালনা করবেন ভিনরাজ্যের রেফারি। তবে রেফারিং দলের বাকি তিন সদস্য, অর্থাৎ দুজন লাইন্সম্যান এবং চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় অফিশিয়ালরাই।
ম্যাচ শুরু হবে বিকেল ৫.৩০ মিনিটে। দুই দলের সমর্থকদের জন্য স্টেডিয়ামে পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।