কিছুক্ষণ পরেই শুরু কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে কারা আছেন?

সংক্ষিপ্ত

২০২৪ সালের শুরুতে ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি হয়েছিল। এক বছর পর ফের কলকাতার বাইরে কোনও ম্যাচে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই হতে চলেছে।

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল-এর কলকাতা ডার্বি হতে চলেছে। এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন- প্রভসুখন সিং গিল, নিশু কুমার, হেক্টর ইয়ুস্তে, হিজাজি মাহের, লালচুংনুঙ্গা, ক্লেইটন সিলভা, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং, পি ভি বিষ্ণু, দিয়ামান্তাকস দিমিত্রিওস ও ডেভিড লাললানসাঙ্গা। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন- বিশাল কাইথ, টমাস আলড্রেড, আলবার্তো রডরিগেজ মার্টিন, আশিস রাই, শুভাশিস বসু, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ, আপুইয়া, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস। ইস্টবেঙ্গলের পরিবর্ত হিসেবে আছেন- নন্দকুমার শেখর, নাওরেম মহেশ সিং, দেবজিৎ মজুমদার, গুইতে ভ্যানলালপেকা, আমন সি কে, শ্যামল বেসরা, সুমন দে, সায়ন বন্দ্যোপাধ্যায়, চাকু মান্ডি। মোহনবাগান সুপার জায়ান্টের পরিবর্ত হিসেবে আছেন- দিমিত্রিওস পেট্রাটস, গ্রেগ স্টেওয়ার্ট, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, আর্শ আনোয়ার শেখ, দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স, সৌরভ ভানওয়ালা, সুহেল আহমেদ ভাট।

কলকাতা ডার্বিতে নেই ইস্টবেঙ্গলের নতুন বিদেশি

Latest Videos

ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার, ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচার্ড সেলিস সরাসরি গুয়াহাটিতে দলে যোগ দিয়েছেন। তবে তিনি ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে পৌঁছতে পেরেছেন। কোচ-সতীর্থদের সঙ্গে পরিচিত হওয়ারই সুযোগ পাননি এই ফুটবলার। এই কারণে তাঁকে কলকাতা ডার্বিতে দলে রাখার ঝুঁকি নেননি ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তিনি নিজে চলতি আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের দিন কলকাতায় পৌঁছে রিজার্ভ বেঞ্চে ছিলেন। কিন্তু মাঠের বাইরে থেকে কোচিং করানো আর মাঠে নেমে খেলা এক ব্যাপার নয়। এই কারণেই গ্যালারিতে বসে সতীর্থদের লড়াই দেখবেন রিচার্ড।

ফের জয় পাবে মোহনবাগান সুপার জায়ান্ট?

আইএসএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটিতে কি রেকর্ড বদলে যাবে? না কি ফের জয় পাবে মোহনবাগান সুপার জায়ান্ট? জানা যাবে আর দুই ঘণ্টা পরেই। ততক্ষণ উত্তেজনায় ছটফট করবেন বাংলার ফুটবলপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রক্ষণের কঙ্কালসার দশা, দুরন্ত প্রত্যাবর্তনের পরেও মুম্বইয়ের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট

'মনে হচ্ছিল মাঠে আরও এক ব্রাজিলিয়ানকে হারাতে চলেছি,' ক্লেইটনকে মারাত্মক আঘাত নিয়ে সরব ডগলাস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
যে রাজ্যে চাকরি নেই সেখানে কীসের যোগ্য অযোগ্য? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন রোদ্দুর রায়