ফের রেফারিং-বিতর্ক, ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

ভারতীয় ফুটবলে কি আদৌ কোনওদিন ভিএআর চালু হবে? এফএসডিএল, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সেই লক্ষণ দেখাচ্ছে না। ফলে প্রায় প্রতি ম্যাচেই রেফারিদের ভুল সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে।

দৃশ্য় এক- ম্যাচের দ্বিতীয় মিনিটেই বল বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে বসলেন হিজাজি মাহের। আশিস রাইয়ের কাছ থেকে বল পেয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন। আইএসএল-এ কলকাতা ডার্বিতে দ্রুততম গোল। 

দৃশ্য দুই- প্রথমার্ধের শেষদিকে বক্সের মধ্যে পি ভি বিষ্ণুর হাল্কা চিপ হাত দিয়ে আটকালেন আপুইয়া। পাশেই ছিলেন শুভাশিস বসু। দেখলেন না রেফারি ভেঙ্কটেশ। 

Latest Videos

দৃশ্য তিন- ৩৯ মিনিটে প্লে-অ্যাক্টিং করলেন আপুইয়া। রেফারির মনে হল, তাঁকে মারাত্মক আঘাত করেছেন সৌভিক চক্রবর্তী। তাঁকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন রেফারি।  

দৃশ্য চার- দ্বিতীয়ার্ধের শুরুতে খেলা চলাকালীন হাত দিয়ে বল থামানোর চেষ্টা করলেন লিস্টন কোলাসো। তিনি ঠিক কী ভাবছিলেন স্পষ্ট নয়। হয়তো কোনও কারণে মনে হয়েছিল হাত দিয়ে বল ধরা দরকার। এরকম ঘটনায় ফ্রি-কিক তো বটেই, হলুদ বা লাল কার্ড হয়। কিন্তু এই ঘটনাও রেফারির দৃষ্টি এড়িয়ে গেল।

দৃশ্য পাঁচ- ৬৪ মিনিটে দুরন্ত গতিতে প্রতি-আক্রমণে উঠে আসা লিস্টনকে থামাতে গিয়ে বক্সের বাইরে ট্যাকল করলেন সৌভিক। তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন রেফারি।

শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কলকাতা ডার্বির নির্যাস এটাই। ১০ জনের ইস্টবেঙ্গলকে ১-০ হারিয়ে লিগ টেবলের শীর্ষেই থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ১৫ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে হোসে মলিনার দল। শনিবারই ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গিয়েছে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি। ফলে মোহনবাগান সুপার জায়ান্ট বাড়তি সুবিধা পেয়ে গেল। শনিবার ভালো পারফরম্যান্স দেখিয়েই জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু ম্যাচ শেষে রেফারির একাধিক ভুল সিদ্ধান্ত নিয়ে বিতর্কই বড় হয়ে গেল। আইএসএল-এ গত কয়েক মরসুম ধরেই ধারাবাহিকভাবে রেফারিদের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। চলতি মরসুমে সেই ধারা অব্যাহত। লাল-হলুদ কর্তারা রেফারিদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

ফের কলকাতা ডার্বির নায়ক ম্যাকলারেন

২০২৪ সালের ১৯ অক্টোবর চলতি আইএসএল-এ কলকাতা ডার্বির প্রথম লেগে ২-০ জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৪১ মিনিটে প্রথম গোল করেন ম্যাকলারেন। এরপর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন দিমিত্রিওস পেট্রাটস। শনিবার টানা দ্বিতীয় কলকাতা ডার্বিতে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে জেতালেন ম্যাকলারেন। তিনি ফের কলকাতা ডার্বির নায়ক।

আইএসএল-এ কলকাতা ডার্বিতে অপরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট

২০২০-২১ মরসুমে থেকে আইএসএল-এ খেলছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ১০ বার কলকাতা ডার্বি হয়েছে। তার মধ্যে ৯ বারই জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুধু ২০২৩-২৪ মরসুমে দ্বিতীয় লেগের ম্যাচ ড্র হয়। অন্য কোনও টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এরকম দাপট দেখাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড।

গোলের সুযোগ নষ্ট দুই দলের

শনিবার শুরুতেই গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল। ৬ মিনিটের মাথায় বিষ্ণুর কাছ থেকে বল পান ক্লেইটন সিলভা। তিনি সেই সময় বক্সের মধ্যে সুবিধানজনক জায়গায় ছিলেন। কিন্তু গোল করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। চলতি আইএসএল-এ ১৫ ম্যাচ হয়ে যাওয়ার পরেও গোল পেলেন না ক্লেইটন। যে দলের প্রধান স্ট্রাইকারের কোনও গোল নেই, সেই দলের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব নয়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। অন্যদিকে, ২১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। বক্সের মধ্যে তাঁকে বল সাজিয়ে দিয়েছিলেন ম্যাকলারেন। কিন্তু কোনওরকমে সেভ করে দেন প্রভসুখন সিং গিল। ফলে সে যাত্রায় বেঁচে যায় ইস্টবেঙ্গল। তবে শেষপর্যন্ত হারের লজ্জা এড়াতে পারল না লাল-হলুদ শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রক্ষণের কঙ্কালসার দশা, দুরন্ত প্রত্যাবর্তনের পরেও মুম্বইয়ের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট

রেফারি ও মনোজ মহম্মদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, হল না আইএসএল-এ প্রথমবার জয়ের হ্যাটট্রিক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border