Kolkata Derby: ডার্বির দু'দিন আগেও কাটছে না টিকিট জট, জানুন কীভাবে পাবেন বড় ম্যাচের টিকিট

Published : Aug 09, 2023, 11:19 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

ডার্বিতে আর মাত্র দু'দিন বাকি থাকলেও টিকিট জট এখনও কাটছে না। জানা যাচ্ছে ডার্বির তিনদিন আগে টিকিট বন্টন নিয়ে ডুরান্ড কমিটির সঙ্গে ঝামেলায় জড়ান ইস্টবেঙ্গল কর্তারা।

আর মাত্র দু'দিন বাদেই বড় ম্যাচ। আগামী ১২ অগাস্ট, শনিবার ডুরান্ড কাপে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে দু'দলের সমর্থকদের মধ্যেই। ফের লাল হলুদ-সবুজ মেরুণের টানটান লড়াই লড়াই দেখার জন্য প্রস্তুত দু'দলের লক্ষ লক্ষ সমর্থক। কিন্তু ডার্বিতে আর মাত্র দু'দিন বাকি থাকলেও টিকিট জট এখনও কাটছে না। জানা যাচ্ছে ডার্বির তিনদিন আগে টিকিট বন্টন নিয়ে ডুরান্ড কমিটির সঙ্গে ঝামেলায় জড়ান ইস্টবেঙ্গল কর্তারা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দুই প্রধানের কর্তারা বৈঠকে বসেছিলেন। উপস্থিত ছিলেন ডুরান্ড কমিটির কর্তারাও। সূত্রের খবর বৈঠকের মাঝেই বেরিয়ে যান ইস্টবেঙ্গল কর্তারা।

জানা যাচ্ছে ডুরান্ড কমিটির কর্তাদের দাবি যে সংখ্যক টিকিট ক্লাব কর্তারা চাইছেন তা গ্যারেন্টি দিয়ে নিতে হবে তাঁদের। অর্থাৎ সমস্ত টিকিট বিক্রি করতে হবে। এই শর্তে রাজি নন দুই ক্লাবের কর্তারাই। তাঁদের দাবি কেন আগে থেক পুরো দাম দিয়ে টিকিট নিতে হবে? কেন ম্যাচের ২৪ ঘন্টা আগে অবিক্রিত টিকিট ফেরত নেবে না ডুরান্ড কমিটি? এই নিয়েই দু'পক্ষের সঙ্গেই গন্ডোগোল বাঁধে ডুরান্ড কর্তাদের।

এদিকে ডার্বিতে বাকি আর মাত্র দু'দিন। এখনও টিকিট পাননি সমর্থকর। বুক মাই শো অ্যাপেও মিলবে না ডার্বির টিকিট। বড় ম্যাচের দু'দিন আগেও টিকিট না মেলায় চিন্তায় পড়েছেন সমর্থকরা। ৮ অগাস্ট মিটিং-এ ঠিক হয়েছিল, অফলাইনে বিক্রি করা হবে টিকিট। ক্লাব তাবু থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা।

PREV
click me!

Recommended Stories

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ২০২৬: বৃহস্পতিবার শুরু আঞ্চলিক কোয়ালিফায়ার্স
Cristiano Ronaldo Fitness: দিনে ৬ বার খাবার খান, মদ ছুঁয়েও দেখেন না! রোনাল্ডোর ফিটনেস রহস্য জানেন?