বাংলাদেশ সেনাকে ৫ গোলে হারিয়েও আত্মতুষ্টি নয়, পাঞ্জাবের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান

চলতি মরসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সুহেল আহমেদ ভাট, মহম্মদ ফারদিন আলি মোল্লারা।

এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সেনা ফুটবল দলকে ৫-০ উড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও, আত্মতুষ্ট হতে নারাজ আইএসএল চ্যাম্পিয়ন কোচ হুয়ান ফেরান্দো। তিনি সোমবারের প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে মোহনবাগান কোচ বলেছেন, 'পাঞ্জাব এফসি আইএসএল-এর ক্লাব। ওরা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ উঠে এসেছে। ওদের আক্রমণ বেশ শক্তিশালী। গতবার ওদের কয়েকটি ম্যাচ দেখেছি। তবে ওদের এবারের দল আমার কাছে একেবারেই অচেনা। নিশ্চয়ই ওদের দল এবার আরও শক্তিশালী হয়েছে। ফলে ওদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরাও শক্তি বাড়িয়ে নেব। পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে, ১০ দিন পরেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমাদের এএফসি কাপের ম্যাচ আছে। সেই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে আইএসএল-এর মতোই গুরুত্বপূর্ণ এএফসি কাপ।'

মোহনবাগান কোচ আরও বলেছেন, 'আমদের দলের যুব ফুটবলাররা খুব ভালো খেলছে। আমাদের দল ৭টি ম্যাচ খেলেছে এবং এখনও পর্যন্ত অপরাজিত। দলকে ভালোভাবে তৈরি করেছে বাস্তব (সহকারী কোচ বাস্তব রায়)। তার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। এই দলের বেশ কয়েকজন ফুটবলার আমার নজর কেড়ে নিয়েছে। ওদের সঙ্গে কয়েকজন সিনিয়র ফুটবলারকে রেখেই পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে দল নামাব।'

Latest Videos

বাংলাদেশের সেনা দলের বিরুদ্ধে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেললেও, সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মোহনবাগান। এ প্রসঙ্গে ফেরান্দো বলেছেন, 'বৃষ্টি হচ্ছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আমরা অনেকদিন খেলিনি। মাঠে নামলে বুঝতে পারব এই স্টেডিয়াম কী অবস্থায় আছে। তবে সামনেই কলকাতা ডার্বি আছে। তার ৪ দিন পরেই এএফসি কাপের ম্যাচ আছে। সেই কারণে কোনওরকম ঝুঁকি নিতে চাইছি না।'

মোহনবাগান সুপার জায়ান্টের তারকা স্ট্রাইকার অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস চলতি মরসুমে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। সোমবারও হয়তো খেলানো হবে না। ডার্বিতে তাঁকে খেলানো হতে পারে। এরপর এএফসি কাপের ম্যাচেও কামিংসকে খেলানো হবে। এই স্ট্রাইকার জানিয়েছেন, তিনি আইএসএল-এর পাশাপাশি এএফসি কাপকেও গুরুত্ব দিচ্ছেন। মোহনবাগান সুপার জায়ান্টকে সাফল্য এনে দেওয়াই কামিংসের লক্ষ্য। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন এই বিশ্বকাপার। তাঁর পাশাপাশি দলের বাকিরাও তৈরি।

আরও পড়ুন-

পুজোয় কি কলকাতার বাড়তি আকর্ষণ লিওনেল মেসি? সোশ্যাল মিডিয়ায় জল্পনা

কলকাতা উপভোগ করছেন, স্ত্রীর সঙ্গে ইকো পার্কে মোহনবাগান তারকা জেসন কামিংস

East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News