তুহিন, শ্যামলের অনবদ্য গোল, কলকাতা লিগে খিদিরপুরের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচে রেনবোর কাছে আটকে গেলেও, তারপর ছন্দে ফিরেছেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। পরপর ২ ম্যাচে সহজ জয় পেল লাল-হলুদ ব্রিগেড।

সোমবার পশ্চিমবঙ্গ পুলিশকে ৪-২ হারানোর পর বৃহস্পতিবার খিদিরপুরকে ২-০ হারিয়ে চলতি কলকাতা লিগে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের গোলদাতা তুহিন দাস ও শ্যামল বেসরা। ২টি গোলই অনবদ্য। ৩২ মিনিটে প্রথম গোল করেন তুহিন। মাঝমাঠ থেকে বল ধরে বিপক্ষের এক মিডফিল্ডারকে ড্রিবল করে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপিয়ে দেন তুহিন। শট নেওয়ার আগে তিনি শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তারপরেও দুর্দান্ত প্রতিবর্ত ক্রিয়ার সাহায্যে গোল করেন তুহিন। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ১-০ এগিয়েছিল। ম্যাচের শেষমুহূর্তে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ব্যবধান বাড়ান শ্যামল। কর্নার থেকে ভেসে আসা বল ফিস্ট করে দেন খিদিরপুরের গোলকিপার প্রিয়ন্ত কুমার সিং। সেই বলেই অসাধারণ গোল করেন শ্যামল।

পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন লাল-হলুদের তরুণ ফুটবলাররা। তবে খিদিরপুরের মুখোমুখি হওয়ার আগে সতর্ক ছিলেন ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। কারণ, খিদিরপুর দলে প্রিয়ন্ত, গুরমিত সিং, অভিজিৎ সরকার, সুপ্রিয় ঘোষ, আদিত্য সাহা, বিবেক সিংয়ের মতো অভিজ্ঞ ফুটবলাররা আছেন। লাল-হলুদকে লড়াইয়ে ফেলে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল খিদিরপুর। কিন্তু ম্যাচের সময় দেখা গেল, বিশেষ লড়াই করতে পারল না খিদিরপুর।

Latest Videos

এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন গোলকিপার মহম্মদ নিশাদ পি পি, তুহিন, শুভেন্দু মান্ডি, গুরসিমরত সিং গিল, মহম্মদ রাকিপ, সৌভিক চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, দীপ সাহা, আমন সি কে, কুশ ছেত্রী ও অভিষেক কুঞ্জম। পরিবর্ত হিসেবে নামেন দ্বিতীয় গোলদাতা শ্যামল। এদিন জয় পেয়ে কলকাতা প্রিমিয়ার লিগে গ্রুপ বি-র শীর্ষে লাল-হলুদ। ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকা জর্জ টেলিগ্রাফও ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে লাল-হলুদ।

ভিসা সমস্যায় ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত, সাপোর্ট স্টাফ ও বিদেশি ফুটবলাররা এখনও কলকাতায় এসে পৌঁছতে পারেননি। তবে ভিনরাজ্যের ফুটবলাররা কলকাতায় এসে অনুশীলন শুরু করে দিয়েছেন। ডুরান্ড কাপের আগে দলের সব ফুটবলার যাতে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যে লাল-হলুদের টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই কলকাতা লিগে আইএসএল-এর দলে থাকা ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়েছিল সার্থক গলুইকে। খিদিরপুরের বিরুদ্ধে খেলানো হল সৌভিক, গুরসিমরতকে।

আরও পড়ুন-

এশিয়ান গেমস নিয়ে বিতর্কের মধ্যেই ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি ভারতীয় দলের

মোহনবাগানকে ১০ কোটি টাকা ঋণ দিয়েছিল এফএসডিএল, মাফ করে দেওয়া হল আসল ও সুদ

কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র