কলকাতা লিগের ম্যাচে এফসিআই-এর বিরুদ্ধে ৫-০ জয়, ডার্বির জন্য তৈরি মোহনবাগান

শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে ডুরান্ড কাপ হোক বা কলকাতা লিগ, দুরন্ত ছন্দে সবুজ-মেরুন।

শনিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি খেলতে নামার আগে বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-কে (পূর্বাঞ্চল) ৫-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত সবুজ-মেরুন। ডুরান্ড কাপেও ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে মোহনবাগান। ফলে গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত। তবে কলকাতা ডার্বি সবসময়ই সম্মানের লড়াই। সেই লড়াইয়ে ফের জয় পেতে তৈরি মোহনবাগান। তরুণ ফুটবলাররা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। পাশাপাশি বিদেশি ও সিনিয়র ফুটবলাররাও তৈরি। কলকাতা ডার্বি জয়ের জন্য তরুণদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়ে ঝাঁপাবে মোহনবাগান।

বৃহস্পতিবার এফসিআই-এর বিরুদ্ধে প্রথম থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল মোহনবাগান। গোল করলেন রাজ বাসফোর, ভিয়ান বিনয় মারগড, নংদম্বা নাওরেম, দীপেন্দু বিশ্বাস ও লইটংবাম টাইসন সিং। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হয়।

Latest Videos

কলকাতা লিগে মোহনবাগানের তরুণ দলের দায়িত্বে সহকারী কোচ বাস্তব রায়। তবে আইএসএল-এ দলের প্রধান কোচ হুয়ান ফেরান্দো কলকাতা লিগের ম্যাচ দেখতে মাঠে থাকছেন। টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনিও লোপেজ আবাসও কলকাতায় এসে গিয়েছেন। তিনিও এদিন মাঠে ছিলেন। তরুণ ফুটবলারদের খেলা দেখে খুশি মোহনবাগানের প্রধান কোচ ও টিডি। তাঁরা ডার্বি জয়ের অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন। সবুজ-মেরুনের প্রধান কোচ হিসেবে একাধিক ডার্বি জেতার অভিজ্ঞতা আছে আবাসের। ফেরান্দোও মোহনবাগানের প্রধান কোচ হিসেবে কলকাতা ডার্বি জিতেছেন। এবার তাঁরা সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছেন।

চলতি মরসুমে এখনও পর্যন্ত খেলতে নামেননি অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস, আলবানিয়ার হয়ে ইউরো কাপে গোল করা আর্মান্দো সাদিকু, গতবার আইএসএল জয়ী দলের অন্যতম তারকা আশিক কুরুনিয়ান, এবার দলে যোগ দেওয়া সাহাল আবদুল সামাদ ও অনিরুদ্ধ থাপা। ডুরান্ড কাপের জন্য তাঁদের নাম নথিভুক্ত করেছে মোহনবাগান। শনিবার ডার্বিতে তাঁদের খেলানো হতে পারে। দলের সেরা অস্ত্রদের নিয়েই লাল-হলুদের রক্ষণ ভেদ করার পরিকল্পনা করছে সবুজ-মেরুন।

পরপর কলকাতা ডার্বি জিতে মোহনবাগানের আত্মবিশ্বাস তুঙ্গে। এবারও ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগানের দল অনেক শক্তিশালী। ফলে ফের কলকাতা ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন। সিনিয়র দলের পাশাপাশি তরুণ দলও তৈরি। ফলে চলতি মরসুমে দুর্দান্ত সাফল্য পাওয়ার আশা করছে সবুজ-মেরুন শিবির। আইএসএল-এর পাশাপাশি এবার এএফসি কাপেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে মোহনবাগান।

আরও পড়ুন-

টিকিটের জন্য ভোর ৫টা থেকে লাইন, কলকাতা ডার্বি ঘিরে গড়ের মাঠে পুরনো উন্মাদনা

কলকাতা উপভোগ করছেন, স্ত্রীর সঙ্গে ইকো পার্কে মোহনবাগান তারকা জেসন কামিংস

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today