জন্মদিনে গোল, রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে

Published : Dec 21, 2025, 11:31 AM IST

Kylian Mbappe: পিএসজি (PSG) ছেড়ে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেওয়ার পর শুরুতে সমস্যায় পড়েছিলেন। কিন্তু তারপর মানিয়ে নিয়েছেন। এখন দলের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। তিনি নতুন রেকর্ড গড়লেন।

PREV
16
রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই সারিতে কিলিয়ান এমবাপে

রোনাল্ডোর রেকর্ড স্পর্শ এমবাপের

রিয়াল মাদ্রিদে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। এই ফরাসি স্ট্রাইকার জন্মদিনে গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছেন। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর পরামর্শ মেনেই রিয়াল মাদ্রিদে মানিয়ে নিতে পেরেছেন। তাঁর পক্ষে স্যান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে খেলা সহজ হয়েছে।

DID YOU KNOW ?
এমবাপের আদর্শ রোনাল্ডোর
কিলিয়ান এমবাপে জানিয়েছেন, তাঁর আদর্শ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কাছ থেকে সবসময় সাহায্য পেয়েছেন।
26
চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯ গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ এমবাপের

৫৯ গোল এমবাপের

চলতি বছরে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৯ গোল করেছেন কিলিয়ান এমবাপে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্পেনের এই ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক ৫৯ গোল করেছিলেন। তাঁর সেই রেকর্ড স্পর্শ করলেন এমবাপে। শনিবার রাতে এই কৃতিত্ব অর্জন করেন ফরাসি স্ট্রাইকার। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন।

৫৯
চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯ গোল কিলিয়ান এমবাপের।
রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বাধিক গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৫৯ গোল করে সেই রেকর্ড স্পর্শ কিলিয়ান এমবাপের।
36
সেভিয়ার বিরুদ্ধে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন কিলিয়ান এমবাপের

রোনাল্ডোকে অনুকরণ এমবাপের

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে ২-০ জয় পেয়েছেন কিলিয়ান এমবাপেরা। এই ফরাসি স্ট্রাইকার নিজের ২৭-তম জন্মদিনে ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডার রেকর্ড স্পর্শ করেন। আল-নাসর তারকা গোল করে যেভাবে লাফিয়ে ওঠেন, ঠিক সেভাবেই সেলিব্রেট করেন এমবাপে। 

46
নিজের আদর্শ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করে আপ্লুত কিলিয়ান এমবাপে

রোনাল্ডোর প্রতি শ্রদ্ধা এমবাপের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করার পর কিলিয়ান এমবাপে বলেছেন, ‘অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। আমার প্রথম বছরেই ক্রিশ্চিয়ানোর রেকর্ড স্পর্শ করতে পারলাম। ও রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড়। ও সবসময় আমার প্রতি সদয় থেকেছে। ও মাদ্রিদ সম্পর্কে সবসময় ভালো কথা বলে। এখানে কীভাবে মানিয়ে নিতে হবে, সে বিষয়ে ও আমাকে পরামর্শ দিয়েছে।’

56
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন তাঁর প্রতি শ্রদ্ধা, বার্তা কিলিয়ান এমবাপের

'ক্রিশ্চিয়ানোর জন্যই সেলিব্রেশন'

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিলিয়ান এমবাপে আরও বলেছেন, ‘ওর জন্যই এই সেলিব্রেশন। ওকে আমি বার্তা দিতে চেয়েছিলাম। কারণ, ও সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। ও আমাকে মাদ্রিদে মানিয়ে নিতে সাহায্য করেছে। এবার আমি মাদ্রিদকে জয় পেতে সাহায্য করছি। আজ আমি এই আনন্দ ওর সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। আমাদের সম্পর্ক খুব ভালো। ও এখন আমার বন্ধু।’

66
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিতে চান কিলিয়ান এমবাপে

দলকে সাফল্য এনে দিতে চাইছেন এমবাপে

২০২৪ সালের মাঝামাঝি সময়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। এবারই তিনি এই ক্লাবের হয়ে পুরো ক্যালেন্ডার ইয়ার পেলেন। প্রথম বছরেই তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন। দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন রোনাল্ডো। তাঁর মতোই সাফল্য চাইছেন এমবাপে।

Read more Photos on
click me!

Recommended Stories